Thursday, December 25, 2025

রামনবমীর অ.শান্তির আঁচ বিধানসভায়, বিহারের বিজেপি বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ!   

Date:

Share post:

রামনবমীর (Ramnavami) অশান্তি নিয়ে আলোচনা চলছিল বিধানসভায় (Assembly)। আর সেই আলোচনাতেই বিতর্কিত কথার বলার অভিযোগ ওঠে বিজেপি (BJP) নেতা তথা বিধায়ক জীবেশ কুমারের (Jibesh Kumar) বিরুদ্ধে। এমনকি, বিহারের শাসক রাজ্যের অশান্তি নিয়ন্ত্রণে অক্ষম বলেও দোষারোপ করছিলেন তিনি। আর এরপরেই ওই বিধায়ককে বিধানসভা কক্ষ থকে কার্যত চ্যাংদোলা করে বাইরে বের করে দেন মার্শালরা। রাবনবমীকে কেন্দ্র করে দিনকয়েক আগেই অশান্ত হয়ে ওঠে বিহারের (Bihar) একাধিক এলাকা। আর সেই ইস্যুতেই এদিন বিধানসভায় আলোচনা চলছিল।

ঘটনাটির ভিডিয়ো ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে সাদা পোশাকে চার জন মার্শাল চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছেন ওই বিধায়ককে। আর ওই বিধায়ক চিৎকার করে বলছেন, বিরোধীদের সঙ্গে এ রাজ্যে এমনই আচরণ করা হয়। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেই কাঠগড়ায় তোলেন ওই বিজেপি বিধায়ক। তবে বিরোধীদের অভিযোগ, রামনবমীর অশান্তি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা হলেও এদিন আলোচনা সভায় জোর করে অশান্তির চেষ্টা করেন ওই বিজেপি বিধায়ক। পাশাপাশি বিহারের শাসকদল রাজ্যের অশান্তি নিয়ন্ত্রণে অক্ষম বলেও দোষারোপ করছিলেন তিনি। এরপরেই ওই বিধায়ককে বিধানসভা কক্ষ থকে বার করে দেওয়া হয়।

উল্লেখ্য, রামনবমীকে কেন্দ্র করে বাংলার পাশাপাশি সারা দেশের বিভিন্ন রাজ্যেই একাধিক অশান্তির খবর সামনে এসেছে। রামভক্তদের তাণ্ডবে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি বিভিন্ন রাজ্যের একাধিক এলাকায়। আর বৃহস্পতিবারই হনুমান জয়ন্তী। আর এই বিশেষ দিনকে কেন্দ্র করে নতুন করে অশান্তির আশঙ্কা বাংলা সহ গোটা দেশে। সোমবারই খেজুরির জনসভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কাপ্রকাশ করেন আগামী ৬ তারিখ সতর্ক থাকুন। আর তারপর থেকেই ধীরে ধীরে উত্তেজনার পারদ চড়ছে। মূলত বিজেপি সরকার যে রাজ্যে ক্ষমতায় নেই সেই রাজ্যগুলোর দিকে নজর দিলেই দেখা যাবে সেখানেই বেশি অশান্তির খবর সামনে আসছে। তবে এবার বিহারের বিজেপি বিধায়ককে বিধানসভা থেকে চ্যাংদোলা করে বার করে দেওয়ার ঘটনা প্রকাশ্যে এলো।

 

 

 

spot_img

Related articles

সাহিত্য অকাদেমিতেও ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা বিজেপির! দমদম বইমেলার মঞ্চে সুর চড়ালেন ব্রাত্য

রাজনীতি থেকে সাহিত্য; সর্বত্র নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার দমদম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ভাবেই গেরুয়া...

কোথায় পুলিশ: অসমে খ্রিস্টান স্কুলে হামলায় সরব সংগঠন, মোদিকে প্রশ্ন তৃণমূলের

বিজেপি শাসিত ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশের পর এবার অসম। উগ্রহিন্দুত্ববাদীদের হামলার শিকার খ্রিস্টান (Christian) সম্প্রদায়ের মানুষ। বজরং দলের...

ছায়ানটের ঘটনায় প্রতিবাদ! ঢাকা সফর বাতিল রাশিদ-পুত্র আরমানের

ওপার বাংলার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে সরব হলেন প্রখ্যাত সরোদশিল্পী ওস্তাদ রাশিদ খানের পুত্র...

বাংলাদেশে ফের গণপিটুনিতে মৃত যুবক: গ্রেফতার নিহতেরই সঙ্গী!

চাঁদাবাজ তকমা দিয়ে ফের এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা বাংলাদেশে। নির্বাচনের (Bangladesh election) মাত্র দুমাস আগে এই ঘটনায়...