Friday, January 30, 2026

এবিভিপি-র অভিযান ঘিরে কলেজ স্ট্রিটে ধু*ন্ধুমার!

Date:

Share post:

বৃহস্পতিবার কলকাতার (Kolkata) রাজপথে নেমে বিশৃংখল পরিস্থিতি তৈরি করলেন এবিভিপির (ABVP) কর্মী সমর্থকরা। ‘কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta) বাচাও অভিযান’ নামে এক মিছিল করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা(ABVP)। বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে এই মিছিল বলে দাবি করলেও, কার্যত ব্যস্ত মহানগরীতে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করে এই মিছিল। বিশ্ববিদ্যালয়ের গেটে দলীয় পতাকা লাগাতে গেলে পুলিশ তাঁদের বাধা দিতে যায়। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে বিক্ষোভ করে এবিভিপি। পরিকল্পিতভাবে গন্ডগোল পাকানোর চেষ্টা করা হয় বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।পরিস্থিতির সামাল দিতে বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জাতীয় শিক্ষানীতি চালু করা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিমুক্ত করার ডাক দিয়ে, বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দর বাড়ি থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় পর্যন্ত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিশাল মিছিল চলে। শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার দাবি তোলেন তাঁরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির শিকড় লুকিয়ে আছে দাবি করে নিজেদের দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তাঁরা। এবিভিপির রাজ্য সম্পাদক সঙ্গীত ভট্টাচার্য (Sangeet Bhattacharya) জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বুকে থাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা প্রশ্নের মুখে রয়েছেন। ইউজিসির নিয়মকে কাজে লাগানো হচ্ছে না। অন্তর্বর্তীকালীন উপাচার্য দিয়ে কাজ চালানো হচ্ছে বলেই তাঁর অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের সামনে গোলমাল পাকানোর চেষ্টা করলে পুলিশ বিক্ষোভকারীদের আটকায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। ABVP এর ছাত্র সংগঠনের সদস্যরা এই মিছিলে যোগ দিয়েছিলেন। স্লোগানে উত্তাল হয় বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।

 

spot_img

Related articles

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে...

অনিশ্চিত! বিএলও-র কাজ করলে কীভাবে মাধ্যমিকের গার্ড: প্রশ্ন তুলে কমিশনকে চিঠি পর্ষদের

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পরিচালনা করতে লাগবে ৫০ হাজার শিক্ষক। অথচ কত শিক্ষকে পাবে মধ্যশিক্ষা পর্ষদ...

লিটনরা না এলেও ভারতে আসছেন দুই বাংলাদেশি আম্পায়ার, সূর্যদের জন্য কড়া নিরাপত্তা

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) । তার আগেই শুক্রবার ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা...