Sunday, May 4, 2025

প্রতিষ্ঠা দিবসে আদি-নব্য দ্বন্দ্বে জেরবার বিজেপি, দুই গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই

Date:

Share post:

হাতুড়ি দিয়ে পার্টি অফিসের দরজা ভাঙার চেষ্টা! সেখান থেকে বচসা, মারামারি। এই ছিল দলের প্রতিষ্ঠা দিবসে বর্ধমানে বিজেপির চেহারা। কার্যত আদি-নব্য দ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। দলের প্রতিষ্ঠা দিবসেই গোষ্ঠীকোন্দল ঘিরে ধুন্ধুমার বর্ধমান জেলা বিজেপির দফতরে। আজ, বৃহস্পতিবার একদল বিক্ষুব্ধ বিজেপি কর্মী বর্ধমানের ঘোরদৌড়চটি এলাকার জেলা কার্যালয়ের মেইন গেটে তালা ঝুলিয়ে দেন। গেটের সামনে শুরু হয় তুমুল বিক্ষোভ। ভিতরে আটকে পড়েন জেলা ক্ষমতাসীন নেতৃত্ব।

এরপরতালা খোলা নিয়ে দু’পক্ষের মধ্যে শুরু হয় তুমুল বচসাজোর করে হাতুড়ি দিয়ে তালা ভেঙে দেন এক কর্মী। সেখান থেকে শুরু হয় হাতাহাতি। যা পরে বিশাল আকার ধারণ করে। অভিযোগ, বিজেপি যুবনেতার নেতৃত্বে হাতুড়ি, লাঠি, বাঁশ, রড নিয়ে বিক্ষুব্ধদের দিকে তেড়ে যান একদল কর্মী-সমর্থক। ভেঙে দেওয়া হয় বিক্ষুব্ধ কর্মীদের অস্থায়ী শিবির। সংঘর্ষের দু’পক্ষেরই বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বর্ধমান থানার পুলিশ। স্বাভাবিক হয় পরিস্থিতি।

সূত্রের খবর, আদি-নব্যদের মধ্যে এই গণ্ডগোল নতুন নয়।
ঘটনার সূত্রপাত মাসখানেক আগে। বিজেপির বর্ধমান সদর জেলার সহ-সভাপতি শ্যামল রায়কে শোকজ় করার পর প্রকাশ্যে আসে দলীয় কোন্দল। শুরু হয় দ্বন্দ্ব। এরপর বহিষ্কার করা হয় শ্যামলকে। যার জেরে শ্যামলের অনুগামী কিছু পদাধিকারী পদত্যাগ করেন। সেই রেশ বৃহস্পতিবার চরম আকার নেয়।

যুবমোর্চার জেলা সভাপতি পিন্টু শ্যাম বলেন, “দলে থাকতে গেলে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে। দলই ঠিক করে কে কোন পদে থাকবেন। তাই দলবিরোধী কোনও কাজ আমরা বরদাস্ত করব না।” অন্যদিকে, বিক্ষুব্ধদের নেতা রাজু পাত্রের অভিযোগ, “অযোগ্য সভাপতি অভিজিৎ তা পুরোপুরি নিস্ক্রিয়। ফলে দলীয় যে কাজ তা ব্যাহত হচ্ছে। আন্দোলন গতি পাচ্ছে না।” সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বর্ধমান বিজেপি অনেকটাই ব্যাকফুটে চলে গেল তা বলার অপেক্ষা রাখে না।

spot_img
spot_img

Related articles

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...