Sunday, November 9, 2025

চিনকে হারিয়ে রাষ্ট্রসঙ্ঘের গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা ভারতের, টুইট জয়শঙ্করের

Date:

চিনকে(China) হারিয়ে রাষ্ট্রসঙ্ঘে(United nation) গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেল ভারত। রাষ্ট্রসঙ্ঘের সদস্য দেশগুলির বিপুল ভোট পেয়ে শীর্ষ স্ট্যাটিসটিক্যাল কমিটিতে(statistical committee) নির্বাচিত হলো ভারত। চার বছরের জন্য রাষ্ট্রসঙ্ঘের এই কমিটিতে থাকবে দেশ। এই তথ্য প্রকাশ্যে আসার পর টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী এস জয়শঙ্কর(S Jaishankar)।

এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে মোট দুসি দেশ থেকে দেশকে স্ট্যাটিসটিক্যাল কমিটিতে জায়গা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্রসংঘ। সেই মতো এদিন শুরু হয়নি নির্বাচন। যেখানে ৫৩ টি ভোটের মধ্যে 46 টি ভোট যায় ভারতের ঝুলিতে। এবং প্রথম দেশ হিসেবে নির্বাচিত হয় ভারত। দ্বিতীয় স্থান দখলের জন্য নির্বাচনী লড়াইকে রয়েছে চিন ও দক্ষিণ কোরিয়া। এদের মধ্যে কার কপালে শিকে ছেড়ে সেটাই এখন দেখার। ভারত ছাড়াও এই কমিটিতে রয়েছে আর্জেন্টিনা, সিয়েরা লিওন, স্লোভেনিয়া, ইউক্রেন, তানজানিয়া ও আমেরিকা। উল্লেখ্য, স্ট্যাটিস্টিকাল কমিটির কাজ হল সদস্য দেশগুলি থেকে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা। সেই তথ্যের ভিত্তিতে নানা পরিসংখ্যান প্রকাশ করে রাষ্ট্রসংঘ। আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রসংঘ কি কি পদক্ষেপ গ্রহণ করবে তাপ নির্ভর করে এই তথ্যের উপর। সেখানে ভারতের জায়গা পাওয়া নিশ্চিতভাবেই অত্যন্ত বড় একটি বিষয়।

এদিকে রাষ্ট্রসঙ্ঘের নির্বাচনে ভারতের জয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পরেই টুইট করে শুভেচ্ছা জানান বিদেশমন্ত্রী। জয়শংকর বলেন, “রাষ্ট্রসংঘের সর্বোচ্চ স্ট্যাটিসটিক্যাল কমিটিতে নির্বাচিত হয়েছে ভারত। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে চার বছরের জন্য ভারত এই কমিটিতে কাজ করবে। রাষ্ট্রসংঘে কর্মরত ভারতের টিমকে অভিনন্দন জানাই। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই নির্বাচনে জয় পেয়েছে ভারত।”

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version