Wednesday, November 5, 2025

প্রেসিডেন্সি সংশোধনাগারে মুখোমুখি পার্থ-কুন্তল, ছাড়াতে ছুটে এলেন জেল আধিকারিকরা!

Date:

একই দুর্নীতিতে যুক্ত। দুজনেই রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। সেখানে মুখোমুখি দেখা হতেই তুমুল ঝগড়া বাধে ধৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay) ও কুন্তল ঘোষের (Kuntal Ghosh) মধ্যে। বাগবিতণ্ডা এমন জায়গায় পৌঁছয় যে জেল অধিকারিকরা এসে ২ জনকে সরিয়ে নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেন।

ধরা পড়ার পর থেকেই একের পর লোকের নাম নিচ্ছেন নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি কুন্তল। একাধিক বার তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম নিয়েছেন। দাবি করেছেন, পার্থ-ঘনিষ্ঠর মাধ্যমে তাঁর কাছে টাকা পাঠিয়েছেন কুন্তল। এদিক, পার্থর দাবি, তিনি কুন্তলকে চেনেনই না। সূত্রের খবর, “কেন অহেতুক বার বার তাঁর নাম নিচ্ছো?” জেলের ভিতরে মুখোমুখি দেখা হতেই কুন্তলকে এই প্রশ্ন করেন পার্থ। এই নিয়ে তর্কাতর্কির থেকে ঝগড়া বেধে যায়। এমনকী, দুজন দুজনকে গালমন্দ করেন বলেও জেল সূত্রে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে ছুটে আসেন জেলের আধিকারিকরা। তাঁরাই দুজনকে দুদিকে নিয়ে যান। নিয়ে যাওয়ার সময়ও চিৎকার করে পার্থ-কুন্তল পরস্পরকে দোষারোপ করতে থাকেন।

এর আগে নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডলের সঙ্গেও ঝগড়া বেঁধেছিল কুন্তলের। এবার পার্থ। জেলে গিয়েও পাঁচিলের বাইরের কোন্দল থামছে না বলেই মত সকলের।

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version