একই দুর্নীতিতে যুক্ত। দুজনেই রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। সেখানে মুখোমুখি দেখা হতেই তুমুল ঝগড়া বাধে ধৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay) ও কুন্তল ঘোষের (Kuntal Ghosh) মধ্যে। বাগবিতণ্ডা এমন জায়গায় পৌঁছয় যে জেল অধিকারিকরা এসে ২ জনকে সরিয়ে নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেন।
ধরা পড়ার পর থেকেই একের পর লোকের নাম নিচ্ছেন নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি কুন্তল। একাধিক বার তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম নিয়েছেন। দাবি করেছেন, পার্থ-ঘনিষ্ঠর মাধ্যমে তাঁর কাছে টাকা পাঠিয়েছেন কুন্তল। এদিক, পার্থর দাবি, তিনি কুন্তলকে চেনেনই না। সূত্রের খবর, “কেন অহেতুক বার বার তাঁর নাম নিচ্ছো?” জেলের ভিতরে মুখোমুখি দেখা হতেই কুন্তলকে এই প্রশ্ন করেন পার্থ। এই নিয়ে তর্কাতর্কির থেকে ঝগড়া বেধে যায়। এমনকী, দুজন দুজনকে গালমন্দ করেন বলেও জেল সূত্রে খবর।
এর আগে নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডলের সঙ্গেও ঝগড়া বেঁধেছিল কুন্তলের। এবার পার্থ। জেলে গিয়েও পাঁচিলের বাইরের কোন্দল থামছে না বলেই মত সকলের।