Monday, August 25, 2025

পঞ্চায়েতে মানুষ সার্টিফিকেট দিলে তবেই প্রার্থী: ঘোষণা অভিষেকের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে(Panchayet Election) দাদা-কাকা-মামা ধরে টিকিট নয়। মানুষ যাকে সমর্থন করবে সেই পাবে টিকিট। শনিবার আলিপুরদুয়ারের জনসভা থেকে ঘোষণা করে দিলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। পাশাপাশি তিনি আরও জানিয়ে দিলেন, “পঞ্চায়েত হবে মানুষের। সবাই ভোটে দাঁড়াবে। যার যাকে খুশি ভোট দেবেন। পঞ্চায়েতে অবাধ, শান্তিপূর্ণ ভোট হবে।”

পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজ্যে। এই পরিস্থিতিতে শনিবার আলিপুরদুয়ারের সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন, “পঞ্চায়েত হবে মানুষের। আমি কথা দিয়ে যাচ্ছি, আলিপুরদুয়ার জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে তাঁদেরই প্রার্থীই করবে তৃণমূল। কোনও নেতার কথায় কোনও প্রার্থী হবে না। আমি আবার এটা বলে যাচ্ছি। দরকার হলে আমি আপনাদের কাছে গিয়ে প্রার্থীর খোঁজ নেব। আপনারা আমাকে বলবেন সরাসরি।” তাঁর আরও প্রতিশ্রুতি, “কোন বুথে কাকে দেখতে চান, মানুষ ঠিক করবে। মানুষ সার্টিফিকেট দিলে তবেই প্রার্থী। কারও পা ধরে লাভ নেই।” পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা দিয়ে অভিষেক বলেন, “সবাই ভোটে দাঁড়াবে। যার যাকে খুশি ভোট দেবেন। পঞ্চায়েতে অবাধ, শান্তিপূর্ণ ভোট হবে।”

একইসঙ্গে এদিনের সভা থেকে কেন্দ্র তথা বিজেপিকে কড়া সুরে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এরা শুধুমাত্র তৃণমূলের শত্রু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের শত্রু নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শত্রু নয়। এরা বাংলার শত্রু, আলিপুরদুয়ারের শত্রু, আপনার শত্রু, কৃষকের শত্রু, শ্রমিকের শত্রু, ছাত্রর শত্রু, যুবর শত্রু… সবার শত্রু। গায়ের জোরে টাকা আটকে রেখেছে।” অভিষেকের অভিযোগ, “বিজেপির প্রতিনিধিরা কেন্দ্রকে চিঠি লিখে আপনাদের টাকা আটকে রেখেছে। ওদের সঙ্গে যেখানে দেখা হবে হাতজোড় করে তাঁদের প্রশ্ন করুন, কোথায় আমাদের ১০০ দিনের টাকা? কোথায় আমাদের আবাসের টাকা?” একইসঙ্গে সরব হয়ে তিনি বলেন, ওরা আচ্ছে দিন আনেওয়ালে হ্যায়। আজ সরষের তেলের দাম দু’শো টাকা। জয় শ্রীরাম বললে তেল ফ্রিতে পাওয়া যায় না। বালাকোটের নামে বিজেপি ভোট চেয়েছে। ‘হিন্দু খতরে মে’ বলে ভোট চেয়েছে। আর কোনও দিন জাতি, ধর্ম আর ভাঁওতাবাজির কথা শুনে এদের ভোট দেবেন না।

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...