Thursday, December 18, 2025

রাহুলকে সা.জা শোনানোর জের! বিচারককে হু.মকি কংগ্রেস নেতার

Date:

Share post:

কংগ্রেস (Congress) ক্ষমতায় এলে আপনার জিভ কেটে নেব। রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে সাজা শোনানো বিচারপতিকে এবার কড়া ভাষায় আক্রমণ করলেন তামিলনাড়ুর (Tamil Nadu) এক কংগ্রেস নেতা (Congress Leader)। দিন কয়েক আগেই রাহুল গান্ধীকে মানহানি মামলায় দোষী সাব্যস্ত করে ২ বছরের জেলের সাজা শুনিয়েছিলেন বিচারক। আর সেই বিচারকেরই এবার জিভ কেটে নেওয়ার হুমকি দিলেন তামিলনাড়়ুর কংগ্রেস সভাপতি মানিকান্দন (Manikandan)। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সুরাটের আদালতে (Surat Court) রাহুল গান্ধীর কারাদণ্ডের সাজা নিয়ে ক্ষোভ বাড়ছে কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে। ইতিমধ্যে বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগে সরব হয়েছে কংগ্রেসের একাধিক উচ্চপদস্থ নেতা। আর এবার তামিলনাড়ুর এই কংগ্রেস নেতা বিচারপতির বিরুদ্ধে কড়া সমালোচনা করে সংবাদ শিরোনামে উঠে এসেছেন। রাহুলের সাংসদ পদ বাতিলের প্রতিবাদ করে মানিকান্দন বলেন, ২৩ মার্চ সুরাটের আদালতের বিচারক আমাদের নেতা রাহুল গান্ধীকে ২ বছরের সাজা দিয়েছেন। শুনে রাখুন, ‘কংগ্রেস যখন ক্ষমতায় আসবে, আমরা আপনার জিভ কেটে নেব।’ আর একজন বিচারপতিকে এমন মন্তব্যের জেরে কংগ্রেসের ওই নেতার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যে মানিকান্দনের বিরুদ্ধে দিনডিগুল থানায় তিনটি পৃথক ধারায় মামলা রুজু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনের প্রচারে কর্নাটকের (Karnataka Election) একটি জনসভায় মোদি পদবি নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় রাহুল গান্ধীর বিরুদ্ধে গুজরাটে সুরাটের একটি আদালতে মানহানির মামলা দায়ের করেন এক বিজেপি বিধায়ক। সেই মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করেন বিচারক। তাঁকে ২ বছরের কারাদণ্ড শোনানো হয়। এর পরেই বাতিল হয়ে যায় রাহুলের সাংসদ পদ। তারই প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করছে কংগ্রেস। দেশ জুড়ে চলছে বিক্ষোভ অবস্থান। আর এই আবহেই রাহুলকে সাজা শোনানো বিচারকের জিভ কাটার হুমকি দিলেন মানিকান্দন।

 

 

 

spot_img

Related articles

চাকরি বাতিলের প্রতিবাদে পাহাড়ে বিক্ষোভ: বন্ধ স্কুল, অচলাবস্থা কাটাতে বৈঠক অনীতের

বুধবার পাহাড়ে নিয়োগ মামলায় ৩১৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু। তারপরেই...

মাঝআকাশে টায়ার ফেটে কোচিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

বৃহস্পতিবার মাঝআকাশে ফাটল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের টায়ার। যান্ত্রিক ত্রুটির কবলেও পড়ে বিমানটি। যাত্রী নিরাপত্তার কথা ভেবেই পাইলট...

মুস্তাফিজুরের পুরো মরশুম খেলা নিয়ে প্রশ্ন, পাথিরানাকে নেওয়াও ঝুঁকিপূ্র্ণ সিদ্ধান্ত!

মোটা অঙ্কের টাকা নিয়েই নিলামে নেমেছিল কেকেআর(KKR)। ফলে মিনি নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে নিতে দেদার হাতে খরচ করেছেন...

বাংলা সব ধর্মকে সম্মান করে: ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন মঞ্চে বার্তা মুখ্যমন্ত্রীর, দিলেন ভালো থাকার টিপস্

বাংলা সব ধর্মকে সম্মান করে। তবু কেউ কেউ রাজ্যকে বদনাম করার চেষ্টা করেন। বৃহস্পতিবার কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন...