Thursday, August 28, 2025

প্রতীক্ষার অবসান। খুশির খবর নাইটপ্রেমীদের জন‍্য। শনিবার কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন ইংল্যান্ড তারকা জেসন রয়। ছবি পোস্ট কেকেআরের। রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আইপিএল-এর তৃতীয় ম্যাচে খেলতে নামবে কেকেআর। তবে সেই ম‍্যাচে জেসনকে পাওয়া যাবে কি না, তা অবশ্য নিশ্চিত নয়। প্রসঙ্গত, এই মরশুমে কেকেআর দলে চোটের জন‍্য ছিটকে গিয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়র। এছাড়াও শাকিব আল হাসানও সরে গিয়েছেন আইপিএল থেকে। সেই পরিবর্ত হিসাবে কেনা হয়েছে জেসন রয়কে।

বুধবার কেকেআরের পক্ষ থেকে জেসনকে সই করানোর খবর জানানো মাত্রই সন্ধ্যায় একটি ভিডিও বার্তা পাঠান তিনি। সেখানে জেসন বলেন,”এই বছরের আইপিএলে কেকেআরের জার্সি গায়ে দেওয়ার জন্য আমি তৈরি। এত ভাল দল ও ম্যানেজমেন্টের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি। মাঠে নামতে আর তর সইছে না।”

প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারলেও, দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ফিরে আসে নাইট শিবির। ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বড় জয় পায় চন্দ্রকান্ত পণ্ডিতের ছেলেরা। শার্দুল ঠাকুরের বিধ্বংসী ব্যাটিং ছাড়াও, রাহমাদুল্লাহ গুরবাজের ঝোড়ো ইনিংসও এই ম্যাচে জয় পেতে সাহায্য করে নাইটদের। সর্বোপরি, মিস্ট্রি স্পিনার সুয়াস শর্মা এবং বরুণ চক্রবর্তীর দুরন্ত বোলিং। সবমিলিয়ে দলীয় সংহতির অনবদ্য নিদর্শন দেখায় নাইট ব্রিগেড।

আরও পড়ুন:সুপার কাপ খেলতে রবিবার কেরল উড়ে যাচ্ছে মোহনবাগান, প্রথম ম‍্যাচ নিয়ে পরিকল্পনা শুরু ফেরান্দোর

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version