Tuesday, August 26, 2025

এবার পুলিশকে (Police) দেখে নেওয়ার হুমকি দিলেন খেজুরির (Khejuri) বিজেপি (BJP) বিধায়ক (MLA) তথা বিজেপি নেতা শান্তনু প্রামানিক (Shantanu Pramanik)। খেজুরির বারাতলা এলাকায় একাধিক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগেই রীতিমতো উত্তপ্ত খেজুরি। ঘটনার জেরে শনিবার সকালে হেঁড়িয়া–বোগা রাজ্য সড়কের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী–সমর্থকরা। এদিন রাস্তা অবরোধের জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

পরে রাস্তা অবরোধের খবর পেয়ে খেজুরি থানার পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশের উপর ক্ষোভ উগড়ে দেন খেজুরির বিধায়ক তথা বিজেপি নেতা শান্তনু প্রামাণিক। তিনি বলেন, খেজুরির বারাতলা গ্রামের বিজেপি কার্ষকর্তা থেকে কর্মী–সমর্থকদের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছে দুষ্কৃতীরা। তবে কে বা কারা এমন আক্রমণ চালিয়েছে তা এখনও জানা যায়নি। এখনও এলাকায় বোমা, বন্দুক নিয়ে সন্ত্রাস চালানো হচ্ছে। আর এই পরিপ্রেক্ষিতেই এবার পুলিশকে কড়া আক্রমণ করলেন খেজুরির বিজেপি বিধায়ক।

তবে বিজেপির সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্ব। তাঁদের সাফ অভিযোগ, ইচ্ছে করেই বহিরাগতদের এনে এলাকায় অশান্তির চেষ্টা করছে বিজেপি। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। আর নিজেদের দোষ আড়াল করতেই এবার পুলিশের উপর চড়াও হচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী।

 

 

 

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version