Thursday, January 1, 2026

সুপার কাপ খেলতে রবিবার কেরল উড়ে যাচ্ছে মোহনবাগান, প্রথম ম‍্যাচ নিয়ে পরিকল্পনা শুরু ফেরান্দোর

Date:

Share post:

আইএসএল অতীত, এবার লক্ষ‍্য সুপার কাপ। সোমবার গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে সুপার কাপের অভিযান শুরু করবে এটিকে মোহনবাগান। তার আগে আগামী রবিবার সকালে ঘরের মাঠে সকালে অনুশীলন করে দুপুরের বিমানে কোঝিকোড় উড়ে যাবে মোহনবাগান। দলে চোট আঘাতের সমস‍্যা থাকলেও, ব্র‍্যান্ডন হামিল ছাড়া প্রায় সব ফুটবলারই যাচ্ছেন সুপার কাপ খেলতে।

সুপার কাপে প্রথম ম‍্যাচেই গোকুলাম কেরালা এফসি। এই পরিস্থিতিতে গোকুলাম ম্যাচকে নিয়ে পরিকল্পনা শুরু বাগান কোচ জুয়ান ফেরান্দোর। চ্যাম্পিয়ন নয়, আপাতত প্রথম ম্যাচ জেতাটাই লক্ষ্য সবুজ-মেরুণ ব্রিগেডের।

কেরল রওনা হওয়ার আগে এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ফেরান্দো বলেন, “গোকুলাম বনাম মহামেডান ম্যাচটা টিভিতে দেখেছি। কোচ বদলের পর পুরো গোকুলাম টিমের আক্রমণের ধারা অনেক বদলে গিয়েছে। অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলছে ওরা। বিশেষ করে ওদের বিদেশি ফুটবলাররা বেশ ভালো খেলছে। যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময় কঠিন হয়। আমিও তাই মনে করি। ফলে আমাদের কাছে প্রথম ম্যাচটা ফাইনাল ধরেই মাঠে নামতে হবে। জিতে শুরু করতে চাই। সেটাই আমার কাছে এখন লক্ষ্য। গোকুলাম ঘরের মাঠে খেলার সুবিধাটা পাবে। তাতে অবশ্য আমি চিন্তিত নই। নিজেদের রণনীতি অনুযায়ী খেলাটা খেলতে হবে।”

এটিকে মোহনবাগানের গ্রুপে গোকুলাম কেরালা ছাড়া আছে, এফসি গোয়া ও জামশেদপুর এফসি।এই নিয়ে ফেরান্দো বলেন, “গ্রুপ লিগে আমাদের গোকুলাম ছাড়া পরের দুটো দলই আইএসএলের। জামশেদপুর এবং এফসি গোয়া সম্পর্কে সবারই ধারণা আছে। ওরা যে কোনও অঘটন ঘটাতে পারে। ফলে আমাদের গ্রুপ যথেষ্ট কঠিন। সব ম্যাচই ফাইনাল ধরে এগোতে হবে। কারণ প্রত্যেক গ্রুপ থেকে একটা মাত্র দল সেমিফাইনাল যাবে। আমাদের প্রথম লক্ষ্য গোকুলামকে হারানো। পরের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। আইএসএলের দুটো দলকে আমি চিনি। ওরাও আমাদের চেনে। সেজন্যই ম্যাচ ধরে ধরে অঙ্ক করে এগোতে হবে।”

আইএসএল চ‍্যাম্পিয়ন হওয়ার পর, ছুটি কাটিয়ে সপ্তাহখানেক ধরে অনুশীলন করেছে এটিকে মোহনবাগান। তবে সেই অনুশীলনে বেশ কিছু ফুটবলারের চোট-আঘাতের সমস্যা দেখা গিয়েছে। এই নিয়ে বাগান কোচ বলেন,”দলে চোট-আঘাতের সমস্যা আছে। আশিক কুরুনিয়ান, মনবীর সিং-রা এখনও পুরো চোট মুক্ত নয়। তবে সবাই দলের সঙ্গে অনুশীলন করেছে।”

আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবার সুপার কাপ, বাড়তি তাগিদ কি রয়েছে মোহনবাগানের? এই নিয়ে ফেরান্দো বলেন, “আইএসএল জিতেছি মানে সুপার কাপে সুবিধা পাব এটা মনে করি না। ওটা এখন অতীত। এটা নতুন প্রতিযোগিতা। নতুন ফর্ম্যাটে খেলা হবে। তবে এটা বলতে পারি, আইএসএল জেতার কারণেই হয়ত ড্রেসিংরুমের মানসিকতা অনেক বেশি পজিটিভ। আত্মবিশ্বাসী হলেও আত্মতুষ্ট নই। সবাই চাইছে সুপার কাপেও আইএসএলের মতই আত্মবিশ্বাস নিয়ে এগোতে। তবে মনে রাখতে হবে এটা লিগ নয়। পরের পর্বে শোধরানোর সুযোগ নেই।”

আরও পড়ুন:আজ সন্ধ্যায় আইপিএল-এ মহারণ, মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস

 

 

 

spot_img

Related articles

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...

সাংবাদিক নিগ্রহের ভিডিও মুছল NDTV! মিডিয়ায় পুঁজিবাদী আগ্রাসন নিয়ে তীব্র কটাক্ষ অভিষেকের

দেশের সবথেকে পরিছন্ন শহরের তকমা পাওয়া ইন্দোরেই নোংরা পানীয় জল খেয়ে মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে অশ্রাব্য...

অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে লাগাম টানতে উদ্যোগ! নয়া ‘অ্যাকশন প্ল্যান’ চালুর পথে রাজ্য

নতুন বছরের শুরুতেই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রুখতে রাজ্যস্তরে ‘স্টেট অ্যান্টিবায়োটিক অ্যাকশন প্ল্যান’ চালুর পথে হাঁটছে রাজ্য সরকার। আগামী...

BSL: ঘরের মাঠে হার সুন্দরবনের, দুরন্ত জয় মেদিনীপুরের

জমজমাট শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। নতুন বছরের প্রথম দিনে ঘরের মাঠে হারের মুখ দেখল সুন্দরবন...