আদিবাসী কুড়মি সমাজকে (Kurmi Community) তফসিলী উপজাতি ঘোষণা করার প্রাথমিক দাবি নিয়ে শুরু হয়েছিল আন্দোলন। এই নিয়ে টানা ৪ দিনে পড়ল সেই আন্দোলন। সড়ক ও রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার হচ্ছেন বহু মানুষ। টাটানগর স্টিল এক্সপ্রেস থেকে শুরু করে পুরুলিয়াগামী একাধিক ট্রেন বাতিলের (Train Cancel) জেরে বিপর্যস্ত রেল পরিষেবা।

সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্তি-সহ একাধিক দাবিতে চলছে কুড়মিদের আন্দোলন। পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশনে ৫ এপ্রিল সকাল থেকে রেল ও সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছেন এই সম্প্রদায়ের মানুষেরা। পুরুলিয়ার পাশাপাশি খেমাশুলিতেও তাদের এই কর্মসূচি চলছে বলে জানা গিয়েছে। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের প্রচুর ট্রেনের যাত্রা বাতিল ও কিছু ক্ষেত্রে সংক্ষিপ্ত করা হয়েছে। আদ্রা ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু আদ্রা পুরুলিয়া শাখাতেই ৫৮টি ট্রেন বাতিল করা হয়েছে। ৪টি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে।