Wednesday, August 27, 2025

মহিলাদের (Women) শায়েস্তা করতে এবার নয়া পদক্ষেপ। মহিলাদের স্বাধীনতায় রাশ টানতে এবার বড় সিদ্ধান্ত নিল ইরান প্রশাসন (Iran Govt)। দেশের জনবহুল এলাকাগুলিতে এবার ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হল। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? জানা গিয়েছে, সম্প্রতি ইরানের মহিলাদের মধ্যে হিজাব (Hijab) না পরার প্রবণতা বাড়ছে। অনেকেই হিজাব না পরে প্রকাশ্য রাস্তায় চলাফেরা করছেন। আর সেকারণেই এবার বড় পদক্ষেপ নেওয়ার পথে ইরান প্রশাসন।

সম্প্রতি ইরানের পুলিশ প্রশাসন জানিয়েছে, দেশের বিভিন্ন জনবহুল এলাকাগুলিতে ক্যামেরা (CCTV Camera) লাগানো হবে। আর হিজাব না পরে যে সমস্ত মহিলারা রাস্তায় বেরোচ্ছেন, বা প্রকাশ্যে ঘোরাঘুরি করছেন তাঁদের ক্যামেরার নজরদারির মাধ্যমে চিহ্নিত করা হবে। আর তারপর তাঁদের যথোপযুক্ত শাস্তিও দেওয়া হবে বলে খবর। পাশাপাশি সরকারের তরফে আরও জানানো হয়েছে, যে সমস্ত মহিলারা প্রকাশ্যে হিজাব না পরে ঘোরাফেরা করবেন, তাঁদের মোবাইল নম্বরে প্রথমে একটি সতর্কতামূলক মেসেজ (Alert Message) পাঠানো হবে। আর তারপরও সতর্ক না হলে বড়সড় শাস্তির মুখে পড়তে হবে ইরানের মহিলাদের। আর এমন খবর প্রকাশ্যে আসার পরই বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর চর্চা। ইরান সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন অনেকেই।

উল্লেখ্য, গত বছরের ১৬ সেপ্টেম্বর ইরানে ২২ বছর বয়সি তরুণী মাহশা আমিনির মৃত্যু দেশে তোলপাড় ফেলে দেয়। অভিযোগ, হিজাব না পরায় পুলিশ তাঁকে আটক করে। পরে পুলিশি হেফাজতে মাহশার মৃত্যু হয়। পুলিশের অত্যাচারেই তরুণীর মৃত্যু হয় বলে দাবি দেশবাসীর। মাহশার মৃত্যুর প্রতিবাদে প্রকাশ্যে চুল কেটে, হিজাব পুড়িয়ে পথে নামেন মহিলারা। আর তারপর থেকেই ইরানে মহিলাদের হিজাব না পরার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আর সেকারণেই এবার বড় পদক্ষেপ নিল সরকার। ক্যামেরার নজরদারির মাধ্যমে মহিলাদের হিজাব না পরার প্রবণতায় লাগাম টানা যাবে বলেই আশাবাদী ইরান সরকার।

 

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version