Saturday, August 23, 2025

মুসলিমদের বিরুদ্ধে গো-হ.ত্যার মিথ্যা মামলা! যোগীরাজ্যে হিন্দুমহাসভার চ.ক্রান্ত ফাঁস

Date:

নিরপরাধ মুসলিম সম্প্রদায়ের মানুষকে মিথ্যা মামলায় ফাঁসাতে বড়সড় চক্রান্ত হিন্দু মহাসভার(Hindu Mahasava)। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে(Uttarpradesh)। পুলিশি তদন্তে সম্প্রতি ঘটনার আসল সত্য প্রকাশ্যে আসার পর মুখ পড়েছে ওই হিন্দুত্ববাদী সংগঠনের। এহেন মিথ্যা মামলার ঘটনার মূল ষড়যন্ত্রকারী হিন্দু মহাসভার জাতীয় মুখপাত্র সঞ্জয় জাঠ(Sanjay Jath)। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

জানা গিয়েছে, গতমাসে উত্তরপ্রদেশের আগ্রায় মুসলিম সম্প্রদায়ের ৪ জনের বিরুদ্ধে গোহত্যার অভিযোগ আনে হিন্দু মহাসভা। স্বাভাবিকভাবেই ঘটনার তদন্তে নামে আগ্রা পুলিশ। তদন্তে নেমে জানা যায়, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে গো হত্যার কোনও প্রমাণ নেই। বরং ব্যক্তিগত শত্রুতা মেটাতে পরিকল্পিত ষড়যন্ত্র করে হিন্দুমহাসভার শীর্ষ নেতা। মিথ্যা অভিযোগের জেরে ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি আরও ৭ জনের খোঁজে চলছে তল্লাশি। তাৎপর্যপূর্ণভাবে অল ইন্ডিয়া হিন্দু মহাসভার জাতীয় মুখপাত্র সঞ্জয় জাঠ সহ চারজন সদস্যও এই চক্রান্তের শরিক।

পুলিশ সূত্রে খবর, রাম নবমীর ঠিক আগে মহাসভার এক নেতা পুলিশের কাছে অভিযোগ জানান রিজওয়ান নামে এক ব্যক্তি ও তাঁর ৩ সন্তান গৌতম নগরে একটি গরু কেটেছে। এবং গো মাংস বিক্রির চেষ্টা করছে। সংগঠনের কয়েকজন ওই এলাকায় গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। এই ঘটনায় ইউপি প্রিভেনশন অফ কাউ স্লটার অ্যাক্টে অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের হয় মামলা। ঘটনার তদন্তে ওই এলাকায় পাওয়া যায় গোমাংসও। কিন্তু ওই এলাকার সিসিটিভি ফুটেছ পরীক্ষা করতে দেখা যায়। যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ঘটনার সময়ে তারা সেখানে ছিলই না। পুলিশ বুঝতে পারে পরিকল্পিতভাবে গোহত্যা করে নিরীহ লোকেদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এরপরই তদন্তে নেমে ৬ এপ্রিল আগ্রা পুলিশ দুজনকে গ্রেফতার করে। যারা হলেন মরান কুরেশি ওরফে ঠাকুর আর শানু ওরফে ইল্লি। গোটা ঘটনায় যুক্ত রয়েছে আরও ৭ জন।

আগ্রার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ আর কে সিং জানিয়েছেন, গোটা ঘটনায় যুক্ত রয়েছে হিন্দু মহাসভার চারজন সদস্যও। এদের মধ্যে মহাসভার জাতীয় মুখপাত্র সঞ্জয় জাট এই মামলার প্রধান অভিযুক্ত। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ।

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version