Wednesday, December 24, 2025

“সায়েন্টিফিক্যালি চুরি করত সিপিএম”, ফের শোভন তোপে বিদ্ধ বাম

Date:

Share post:

চাকরি দুর্নীতি নিয়ে আরও একবার বামেদের(Left) তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক(TMC MLA) শোভনদেব চট্টোপাধ্যায়(Shovandev Chaterjee)। একইসঙ্গে নিজের দলকেও অস্বস্তিতে ফেললেন তিনি। শনিবার খড়দায়(Khardah) নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে শোভনদেব বলেন, “আমাদের লোকেরা হাত পেতে টাকা নিয়ে ধরা পড়েছে। আর সিপিএম সায়েন্টিফিক্যালি চুরি করত।”

বাম জমানার নিয়োগে অনিয়ম তুলে ধরে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন বলেন, “তৃণমূল সবাইকে দেখিয়ে দিয়েছে যে, সিপিএমের আমলে কেমন করে, প্রতিটি দফতরে কীভাবে দুর্নীতি হয়েছে। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে, পাবলিক সার্ভিস কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের দলের লোককে সব ঢুকিয়ে দিয়েছে। আপনি বলবেন পয়সা তো নেয়নি। হ্যাঁ, নিয়েছে। কীভাবে নিয়েছে, বুঝিয়ে দিন। ওরা চুরিটা খুব সায়েন্টিফিক্যালি করে। কীরকম? আমাদের লোকেরা হাত পেতে টাকা নিয়ে নিয়েছে। যারা নিয়েছে, তারা ধরা পড়ুক, জেলে যাক। ওরা বলছে, এই যে তোকে চাকরিটা দিলাম, সারা জীবন যখন তুই চাকরি করবি, মাসে মাসে এত কমিশন পার্টি অফিসে দিতে হবে।…হিসেব করে দেখবেন তো, মোট বছরে ১২টা মাস। ইনটু এত বছরের সার্ভিস, যোগ করলে কত হয়? টেকনিক্যাল চোর এরা। খুব ভাল চোর। টেকনিক্যাল চোর।”

অবশ্য বাম জমানার দুর্নীতি নিয়ে এর আগেও সরব হয়েছিলেন শোভন। সম্প্রতি বামেদের তোপ দেগে তাঁকে বলতে শোনা যায়, “প্রয়োজনীয় নম্বর না থাকা সত্ত্বেও পলিটেকনিক কলেজে অন্তত ২০০ অধ্যাপককে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে সিপিএমের আমলে।”

spot_img

Related articles

উৎসবেও অব্যাহত উন্নয়ন: বুধে গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী

বছর শেষে উৎসবে মাতোয়ারা গোটা বাংলা। অন্যদিকে বিধানসভা নির্বাচন আসন্ন। এই পরিস্থিতিতে কোনও ভাবেই উৎসবের আনন্দে থমকে যেতে...

জনজাতি এলাকায় বেআইনি দখলদারি, উচ্ছেদের দাবি তুলতেই অসম পুলিশের গুলি, মৃত ২

বিজেপি শাসিত রাজ্যগুলিতে উপজাতি বা জনজাতির মানুষের অধিকার যে একেবারেই রক্ষিত হয় না তার প্রমাণ আগেও মিলেছে। ফের...

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...