জম্মু কাশ্মীরে কেন্দ্রীয় আইনমন্ত্রীর গাড়ি সঙ্গে ট্রাকের ধাক্কা! অল্পের জন্য প্রাণে বাঁচলেন মন্ত্রী

বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজুজু।শনিবার তাঁর গাড়ি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের রামবান জেলায়। কেন্দ্রীয় মন্ত্রী জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিলেন। তখনই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন:রিষড়াকাণ্ডে কড়া পদক্ষেপ প্রশাসনের, নতুন সার্কেল তৈরি করল চন্দননগর কমিশনারেট

স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় কেউ আহত হননি। সম্পূর্ণ সুরক্ষিত আছেন মন্ত্রীও। দুর্ঘটনার পরেই মন্ত্রীকে অন্য গাড়িতে গন্তব্যের দিকে রওনা করিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, রামবান জেলায় একটি ট্রাককে ধাক্কা মারে কিরেনের গাড়ি।

বিবৃতিতে রামবান পুলিশ জানিয়েছে, ‘‘আজ (শনিবার), জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। সেই সময় তাঁ গাড়ি একটি ছোট দুর্ঘটনায় পড়ে। তবে দুর্ঘটনায় কেউ আহত হননি। দুর্ঘটনার পরেই মন্ত্রীকে অন্য একটি গাড়িতে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।’’

প্রসঙ্গত, শনিবারই জম্মু-কাশ্মীর সফরে যান কিরেন। সেখানে জম্মু বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি।

Previous articleBreakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleচৈত্রের দাবদাহে পুড়ছে বাংলা! পয়লা বৈশাখের আগেই রেকর্ড গরম