Monday, August 25, 2025

আজ আইপিএল-এর তৃতীয় ম‍্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। রবিবার বিকেলে নীতীশ রানাদের সামনে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। পরপর দু’ম‍্যাচ জিতে ভালো জায়গায় হার্দিকরা। ওপরদিকে শেষ ম‍্যাচে আরসিবির বিরুদ্ধে দুরন্ত জয় পায় কেকেআর। তাই তারা চাইবে গুজরাতের বিরুদ্ধে সেই জয়ের ধারা বজায় রাখতে।

মোতেরায় রবিবার একম্যাচে চারজন রিস্ট স্পিনারকে খেলতে দেখা যাবে। এখন প্রশ্ন হল, উইকেট থেকে কতটা টার্ন পাবেন তাঁরা।আহমেদাবাদে এখন প্রচণ্ড গরম। তার উপর গুজরাত-কেকেআর বিকেলের ম্যাচ। রোদ্দুরে উইকেট যত শুকোবে, তত সুবিধা স্পিনারদের। সুতরাং নারিন, বরুণ, সুয়াস, রশিদরা বাড়তি অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামবেন। তবে মহম্মদ শামি যে ফর্মে আছেন, তাতে কেকেআর টপ অর্ডার কতটা স্বস্তিতে থাকে, সেটাও প্রশ্ন। বিশেষ করে মনদীপরা যখন প্রথম দুই ম্যাচে ব্যর্থ। হোম ম্যাচে গুজরাত টাইটান্স একটু হলেও এগিয়ে। হোম কন্ডিশন কাজে লাগানোর ক্ষেত্রে হার্দিকের দল এখনও পর্যন্ত মুন্সিয়ানা দেখিয়েছে। তাঁরা পরপর দুটি ম্যাচ জিতে ভাল জায়গায়। কেকেআর দুটি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে। একটিতে হার। তবে বৃহস্পতিবার ইডেনে আরসিবিকে ৮১ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স।রবিবারের ম্যাচের আগে যা নাইট শিবিরকে লড়াইয়ের অক্সিজেন জোগাচ্ছে। সেই ম্যাচে কেকেআরের তিন স্পিনার সব উইকেট ভাগ করে নিয়েছেন। বরুণ চারটি উইকেট নিয়েছেন। তিনটি করে উইকেটপ্রাপ্তি ঘটেছে নারিন ও অভিষেক ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামা সুয়াসের।

কেকেআরের বাকি দুই রিস্ট স্পিনারকে যতটা উইকেটের উপর ভরসা করতে হয়, সুয়াসকে ততটা করতে হয় না। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেছেন, হাওয়ায় খুব দ্রুত আসে এই তরুণের বল। ব্যাটাররা বুঝে উঠতে পারেন না। ফলে মোতেরায় উইকেটের দিকে তাকাতে হবে না তাঁকে। প্রশ্ন হল, শুভমন গিলের সামনে নাইটদের স্পিন অস্ত্র কতটা কাজ করবে। ঋদ্ধিমান সাহা শুক্রবার বলেছেন, তাঁদের তরুণ ওপেনার জীবনের সেরা ফর্মে রয়েছেন। যাঁর সঙ্গে ইনিংস শুরু করতে নেমে অনেক সুবিধা পাচ্ছেন। স্ট্রোক নিতে পারছেন। অধিনায়ক হার্দিক এখনও বড় কিছু করতে পারেননি। তবে ডেভিড মিলার দরকারের সময় দাঁড়িয়ে যাচ্ছেন। ঠিক যেভাবে আগের দুটি ম্যাচে রশিদ বল হাতে ম্যাজিক দেখিয়েছেন। নাইটদের জন্য রাসেলের রান না পাওয়া একটা সমস্যা।পাঞ্জাব ম্যাচে তাও ৩৫ রান করেছেন। কিন্তু ইডেনে তিনি আউট হয়েছেন প্রথম বলে। তবু কেকেআর ২০৪ রান তুলতে পেরেছিল গুরবাজ, শার্দূল ও রিঙ্কুর জন্য। নাইটদের টপ অর্ডার দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়েছে। ওপেনার গুরবাজ এর মধ্যেও হাফ সেঞ্চুরি করেছেন। পরে ১০৩ রানের পার্টনারশিপ খেলে ছবিটা বদলে দেন রিঙ্কু ও শার্দুল। নাইটদের জন্য এমনই পার্টনারশিপ দরকার রবিবারের ম্যাচে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version