Sunday, November 16, 2025

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি(BBC) কোনও স্বাধীন সংস্থা নয়, এটি সরকার পোষিত সংবাদ সংস্থা। এমনটাই দাবি করা হল মাইক্রো ব্লগিং সংস্থা টুইটারের তরফে। রবিবার টুইটারের(Twitter) এহেন দাবি ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার তুমুল প্রতিবাদ জানিয়েছে বিবিসি।

রবিবার বিবিসির টুইটার বায়োতে অতীতের লেখা পালটে এক নতুন লেখা দেখা যায়। লেখা রয়েছে, বিবিসি সরকার পোষিত একটি সংস্থা। তবে শুধু বিবিসি নয়, মার্কিন সংস্থা এনপিআর, ভয়েস অফ আমেরিকার মতো স্বাধীন সংস্থাগুলির ক্ষেত্রেও একই পদক্ষেপ করেছে টুইটার কর্তৃপক্ষ। বায়োতে লেখা হয়েছে এই সংস্থাগুলি সরকার পোষিত। অর্থাৎ সরকারের দেওয়া অর্থ ও সরকারের নির্দেশ মেনে সংবাদ পরিবেশন করা হয় এখানে। যেমনটা সাধারণত হয়ে থাকে কমিউনিস্ট দেশ চিন ও রাশিয়াতে।

টুইটারের এহেন বায়ো প্রকাশ্যে আসার পর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বিবিসির তরফে। এই ঘটনার জবাবদিহি চেয়ে টুইটারকে বার্তা দিয়েছে বিবিসি। পাশাপাশি যত দ্রুত সম্ভব এই বায়ো পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিসির তরফে জানানো হয়েছে, এই বিষয়টি যত দ্রুতসম্ভব সংশোধন করুক টুইটার। কারণ বিবিসি বরাবর একটি স্বাধীন সংস্থা ছিল এবং ভবিষ্যতেও থাকবে। লাইসেন্স ফি-এর মাধ্যমে বিবিসি জনতার টাকায় কাজ করে। বিবিসির পাশাপাশি এইধরনে বায়োর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে মার্কিন এনপিআর। অবশ্য টুইটারের তরফে এবিষয়ে স্পষ্ট করে এখনও কিছু জানানো হয়নি।

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version