Monday, May 12, 2025

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি(BBC) কোনও স্বাধীন সংস্থা নয়, এটি সরকার পোষিত সংবাদ সংস্থা। এমনটাই দাবি করা হল মাইক্রো ব্লগিং সংস্থা টুইটারের তরফে। রবিবার টুইটারের(Twitter) এহেন দাবি ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার তুমুল প্রতিবাদ জানিয়েছে বিবিসি।

রবিবার বিবিসির টুইটার বায়োতে অতীতের লেখা পালটে এক নতুন লেখা দেখা যায়। লেখা রয়েছে, বিবিসি সরকার পোষিত একটি সংস্থা। তবে শুধু বিবিসি নয়, মার্কিন সংস্থা এনপিআর, ভয়েস অফ আমেরিকার মতো স্বাধীন সংস্থাগুলির ক্ষেত্রেও একই পদক্ষেপ করেছে টুইটার কর্তৃপক্ষ। বায়োতে লেখা হয়েছে এই সংস্থাগুলি সরকার পোষিত। অর্থাৎ সরকারের দেওয়া অর্থ ও সরকারের নির্দেশ মেনে সংবাদ পরিবেশন করা হয় এখানে। যেমনটা সাধারণত হয়ে থাকে কমিউনিস্ট দেশ চিন ও রাশিয়াতে।

টুইটারের এহেন বায়ো প্রকাশ্যে আসার পর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বিবিসির তরফে। এই ঘটনার জবাবদিহি চেয়ে টুইটারকে বার্তা দিয়েছে বিবিসি। পাশাপাশি যত দ্রুত সম্ভব এই বায়ো পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিসির তরফে জানানো হয়েছে, এই বিষয়টি যত দ্রুতসম্ভব সংশোধন করুক টুইটার। কারণ বিবিসি বরাবর একটি স্বাধীন সংস্থা ছিল এবং ভবিষ্যতেও থাকবে। লাইসেন্স ফি-এর মাধ্যমে বিবিসি জনতার টাকায় কাজ করে। বিবিসির পাশাপাশি এইধরনে বায়োর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে মার্কিন এনপিআর। অবশ্য টুইটারের তরফে এবিষয়ে স্পষ্ট করে এখনও কিছু জানানো হয়নি।

Related articles

সচিনের এলিট ক্লাবে প্রবেশের স্বপ্ন অধরাই বিরাট কোহলির

স্বপ্নটা অধরা রেখেই টেস্ট অবসরটা নিতে হল বিরাট কোহলিকে(Virat Kohli)। ৭৭০ রান আর বাকি ছিল। কিন্তু বিরাটকে থেমে...

৯৩ হাজার বন্দুক দিক ভারত, পাকিস্তানকে গুঁড়িয়ে দেব: ভিডিও বার্তায় আর্জি BLA-র

ঘরে-বাইরে নাস্তানাবুদ পাকিস্তান। ভারতে হামলা চালিয়ে প্রত্যাঘাত পেয়েছে পাক সেনা। আর ঘরে বালুচিস্তান লিবারেশন আর্মির বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা...

গম্ভীর-বিবাদেই বিরাট সিদ্ধান্ত!

রোহিত শর্মার(Rohit Sharma) পর এবার টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিলেন বিরাট কোহলি(Virat Kohli)। গোটা ক্রিকেট বিশ্ব যেমন হতবাক,...

ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের 

ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার অন্তর্গত পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের ধাড়াপাড়া...
Exit mobile version