Wednesday, August 27, 2025

CPM জমানায় ২,২০০ শিক্ষক নিয়োগে দু.র্নীতি, হাইকোর্ট বাতিল করেছিল প্যানেল

Date:

সাম্প্রতিককালে, “চোরের মা” সিপিএমের ৩৪ বছরের শাসনকালে একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে। সেই তালিকায় নয়া সংযোজন শিক্ষক নিয়োগের মেধাতালিকায় কারচুপি! মেধাতালিকায় কারচুপি করে কীভাবে নিজেদের পছন্দের ২,২০০ জনকে স্কুলের চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল, এবার সেই তথ্য সামনে এসেছে।

আরও পড়ুন:পঞ্চায়েতের আগে কেন্দ্র বিরোধী লড়াইয়ে সুর চড়াচ্ছে তৃণমূল, জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে অভিষেক

রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূলের ছাত্র সংগঠনের তরফে বাম জমানায় নিয়োগ দুর্নীতির বিষয়টি ফের তুলে ধরা হয়। ১৯৯৬ সালে অবিভক্ত মেদিনীপুর জেলার একটি নিয়োগের প্যানেল বাতিলের খবর সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। ২০১২ সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি হরিশ ট্যান্ডন এই ২,২০০ জন প্ৰাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সংবাদমাধ্যমেও তা প্রকাশিত হয়েছিল। এদিন সেই প্যানেল বাতিলের খবর প্রকাশ করে ফের বাম জমানার নিয়োগ দুর্নীতি নিয়ে তোপ দেগেছে তৃণমূল। তারা বলছে, বাম আমলে নিয়োগ দুর্নীতির অভিযোগেই সিলমোহর দিল এই ঘটনা। এই মামলার রায়েই প্রমাণ হয়ে গেল, বাম আমলে নিয়োগে বেনিয়ম হয়নি বলে সিপিএম যে দাবি করে, তা পুরোপুরি মিথ্যে।



তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী সেই সময় প্রকাশিত একটি খবর ট্যুইট করেছেন। জানা গিয়েছে, ১৯৯৩ ও ১৯৯৬ সালে অবিভক্ত মেদিনীপুর জেলায় ২,২০০ জন শিক্ষকের নিয়োগ বাতিল করে কলকাতা হাইকোর্ট। সেই সময় বিচারপতি দিলীপ বসু এবং পরবর্তীকালে বিচারপতি হরিশ ট্যান্ডন নিয়োগ বাতিল করে তাঁদের নির্দেশে বলেন, এই নিয়োগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং অযোগ্যদের নিয়োগ করা হয়েছে। আদালত রাজ্য সরকারকে আগের প্যানেল বাতিল করে নতুন করে তালিকা প্রকাশ করারও নির্দেশ দেয়।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version