Thursday, August 21, 2025

পুলিশের হাতেই এবার হাতকড়া। নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল খোদ পুলিশেরও। চাকরির পাইয়ে দেওয়ার নাম করে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের এক এসিপি। অভিযোগ, পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তিনি টাকা তুলতেন। অভিযুক্ত ওই অফিসারকে গ্রেফতার করেছে ব্যারাকপুর কমিশনারেট। গুরুতর অভিযোগে ধৃত কলকাতা পুলিশের এসিপি সোমনাথ ভট্টাচার্য।

এসিপিকে ম্যারাথন জেরার পর বারাকপুর কমিশনারেট তাঁকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে একাধিক ব্যক্তির থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে। কলকাতা পুলিশের অষ্টম ব্যাটেলিয়নের সোমনাথ ভট্টাচার্যের গ্রেফতারি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালে পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সোমনাথ ভট্টাচার্য বরনগরের এক পরিবারের ভাই বোনের কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা নিয়েছিলেন। তাদের মধ্যে একজনকে পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং অন্যজনকে পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
সময় পেরিয়ে গেলেও কোনও প্রতিশ্রুতি তিনি রাখেননি। এরপরই ভাই-বোন পুলিশের দ্বারস্থ হন। সরাসরি সোমনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে তারা থানায় অভিযোগ দায়ের করেন। গ্রেফতারি এড়াতে তিনি আদালত থেকে আগাম জামিন নিয়ে নেন।

 

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version