Wednesday, November 12, 2025

পয়লা বৈশাখে চমক বাগানের, চুনী গোস্বামী গেট-এর উদ্বোধনে গাভাস্কর

Date:

পয়লা বৈশাখে চমক মোহনবাগানের। প্রথমবার মোহনবাগান ক্লাব তাঁবুতে পা পড়ছে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল মনোহর গাভাস্করের। পয়লা বৈশাখের বারপুজোয় ময়দানে সবুজ-মেরুন তাঁবু উৎসবের চেহারা নেবে।

গঙ্গাপাড়ের ক্লাবে এবার ঘটা করেই উৎসব পালিত হবে।উপলক্ষ, প্রথমবার ক্লাবের আইএসএল চ্যাম্পিয়ন হওয়া এবং বারপুজোর দিন প্রয়াত চুনী গোস্বামীর নামাঙ্কিত ক্লাব ফটকের আনুষ্ঠানিক উদ্বোধন। তাছাড়া মোহন জনতার দাবি মেনে ক্লাবের নামের আগে থেকে এটিকে শব্দও সরে গিয়েছে। বাংলা নববর্ষের প্রথম দিন তাই বাগানে উৎসবের রং আরও রঙিন। সেদিন ক্লাবের ‘চুনী গোস্বামী গেট’-এর উদ্বোধন করবেন গাভাস্কর। শনিবার বারপুজোর দিন সকাল সাড়ে দশটায় উদ্বোধন। চুনীর সঙ্গে ক্রিকেট খেলেছেন সানি। তাই গাভাস্করকে এনেই মোহনবাগান-রত্ন চুনীর নামাঙ্কিত ক্লাব ফটকের উদ্বোধন করতে চলেছেন কর্তারা।

গাভাস্করের সঙ্গে অনুষ্ঠানে থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও বাবুল সুপ্রিয়।মোহনবাগানপ্রেমী গায়ক বাবুল সেদিন সমর্থকদের গান শোনাবেন। বারপুজো হবে সকাল সাড়ে ন’টায়। দুপুর বারোটার সময় দোহার ব্যান্ডের সদস্যরা সঙ্গীত পরিবেশন করবেন।

এই নিয়ে এদিন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, “গাভাস্কর কখনও মোহনবাগান ক্লাবে আসেননি। সেই তিনি প্রথমবার আমাদের ক্লাবে আসবেন চুনী গোস্বামীর নামাঙ্কিত ক্লাবের গেট উদ্বোধন করতে। এটা ইতিহাস হয়ে থাকবে। ফুটবলে চুনীদা কিংবদন্তি, ক্রিকেটে কিংবদন্তি সুনীল গাভাস্কর। এমন সমাপতন ময়দানে বিরল।’’

সচিব আরও জানিয়েছেন, বারপুজোর দিন গেট উদ্বোধনী অনুষ্ঠানে গাভাস্করকে সংবর্ধনা দেবে ক্লাব। প্রাক্তন ভারত অধিনায়কের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হবে ক্লাবের পক্ষ থেকে। উপস্থিত থাকবেন চুনীর স্ত্রী বাসন্তী গোস্বামী। সঙ্গে থাকবেন প্রাক্তন ফুটবলার বলাই দে, মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, জেভিয়ার পায়াস, দীপেন্দু বিশ্বাস, বিক্রমজিৎ দেবনাথ, সুশীল সিং প্রমুখ।

আরও পড়ুন:একদিনের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম‍্যাচ হওয়ার ক্ষেত্রে এগিয়ে কলকাতা-চেন্নাই : রিপোর্ট

 

 

Related articles

চিকিৎসায় মিলেছে সাড়া, প্রেম চোপড়ার শারীরিক অবস্থার উন্নতি 

ভারতীয় বিনোদন জগতের হি-ম্যান ধর্মেন্দ্রকে নিয়ে উদ্বেগের মধ্যেই বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়ার (Prem Chopra) শারীরিক অসুস্থতার...

দিল্লিকাণ্ডে অধরা ১০টি প্রশ্নের উত্তর, জবাব দিন স্বরাষ্ট্রমন্ত্রী

লালকেল্লার সামনে আই 20 গাড়ি বিস্ফোরণ দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্বের সন্ত্রাস ধ্বংস করার ফাঁপা বেলুন চুপসে দিয়েছে। জবাব...

ভোররাতে নিজের বাড়িতে অজ্ঞান গোবিন্দা! দ্রুত ভর্তি করা হল হাসপাতালে

বুধের সকালে খবরের শিরোনামে বলিউড (Bollywood)। একদিকে যখন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ( Dharmendra) হাসপাতাল থেকে ছাড়া পেলেন তখন...

মুখ্যমন্ত্রীর মুকুটে নয়া পালক, আজ মমতাকে ডি’লিট উপাধি জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রামী জীবন এবং প্রশাসনিক সাফল্যকে কুর্নিশ জানিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে ডি’লিট উপাধি দিচ্ছে...
Exit mobile version