যতটা আশা করা হচ্ছিল বাস্তবে ততটা হচ্ছে না। বিশ্বব্যাপী মন্দার প্রভাব ব্যাপকভাবে চলেছে ভারতের অর্থনীতিতে(Indian economy)। যার ফলে দেশের আর্থিক বৃদ্ধি কমে যেতে পারে। দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে সম্প্রতি এমনটাই বার্তা দিল ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (IMF)। আন্তর্জাতিক এই সংস্থার তরফে বলা হয়েছে, ২০২৩-‘২৪ অর্ষবর্ষে ভারতের ডিজিপি(GDP) কমতে পারে।

ভারতের আর্থিক বৃদ্ধির নিয়ে আইএমএফের তরফে এর আগে পূর্বাভাস দেওয়া হয়েছিল ৬.১ শতাংশ। এবার তা ৫. ৯ শতাংশে নামিয়ে আনলো এই সংস্থা। এর ফলে রিজার্ভ ব্যাংকে তরফে দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তা মিলবে না বলেই মনে করা হচ্ছে। রিজার্ভ ব্যাংকে তরফে এর আগে পূর্বাভাস দেওয়া হয় আগামী বছর দেশের আর্থিক বৃদ্ধি হবে ৬.৫ শতাংশ। গত ৬ এপ্রিল কেন্দ্রীয় ব্যাঙ্ক চলতি অর্থবছরের প্রথম আর্থিক নীতির বৈঠকে চলতি বছরের বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছিল। সেই সময় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে রোপো রেট বৃদ্ধি করেনি রিজার্ভ ব্যাঙ্ক। সেই সময় রেপো রেট ৬.৫০ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল RBI। তবে রিজার্ভ ব্যাংকের পূর্বাভাস থেকে ভিন্নমত পোষণ করল আইএমএফ।
