Saturday, August 23, 2025

চাকরি বাতিল নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়! কী জানাল সুপ্রিম কোর্ট

Date:

বুধবারের শুনানিতেও কাটল না জট। নবম ও দশম নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় (Teacher Recruitment Case) আপাতত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারল না সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। এদিন দেশের শীর্ষ আদালতে চাকরিহারাদের আইনজীবীরা জানান, তাঁদের চাকরি বাতিলের প্রক্রিয়া বৈধ নয়। তবে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, এই মামলায় বড়সড় দুর্নীতি সামনে এসেছে। আর সেকারণেই আরও শুনানির প্রয়োজনীয়তা রয়েছে বলেই মত সুপ্রিম কোর্টের। তবে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত শিক্ষক বা শিক্ষাকর্মী পদে নিয়োগ নিয়ে যাতে পরবর্তী পদক্ষেপ না করা হয়, সেই নির্দেশ সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে। আগামী ২৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগে কোনও পদক্ষেপ করা যাবে না। অতএব পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ভাগ্য ঝুলেই রইলো চাকরিহারাদের।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে চাকরি হারাতে হয়েছে নবম ও দশম শ্রেণির ৯৫২ জন শিক্ষক এবং গ্রুপ সি (Group C) ও গ্রুপ ডি (Group D)-র মোট ৮৪২ জনকে। আর সেই নির্দেশকে নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারারা। আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ ভট্টাচার্য জানান, শীর্ষ আদালত মেনে নিয়েছে যে এই নিয়োগে একটা কেলেঙ্কারি আছে। তা দ্রুত খতিয়ে দেখা হবে।

তবে নিয়োগ বাতিলের ক্ষেত্রে কিছু প্রথাগত ভুল রয়েছে বলে দাবি মামলাকারীদের। এদিন মামলাকারীদের আইনজীবী জানান, আপাতত শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, চাকরি যাচ্ছে না ওই শিক্ষক ও শিক্ষাকর্মীদের। আগামী শুনানি না হওয়া পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া যাবে না বলেই সাফ জানাল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে, গ্রুপ সি-তে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিল করা হয়। মূলত ওএমআর শিটে কারচুপির অভিযোগ ওঠে। এছাড়া ৯৫২ জন নবম-দশম শ্রেণির শিক্ষকের বিরুদ্ধে ওএমআর শিট (OMR Sheet) বিকৃত করে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। এরপরই কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরিহারারা। পরে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version