Sunday, November 9, 2025

মোমিনপুরকাণ্ডে অ.ভিযুক্তদের খোঁজ দিলেই মিলবে বড় অঙ্কের পুরস্কার! হুলিয়া জারি NIA-র

Date:

Share post:

মোমিনপুরকাণ্ডে (Mominpur Case) আগেভাগেই তদন্তভার হাতে নিয়েছিল এনআইএ (NIA)। এবার সেই মামলায় ৭ অভিযুক্তের নামে হুলিয়া জারি করল এনআইএ আদালত (NIA Court)। আর এই সাতজনই অন্যতম ষড়যন্ত্রকারী। তবে যে বা যারা এই পলাতকদের খোঁজ দিতে পারবে তাঁদের ১ লক্ষ টাকা পুরস্কার হিসেবে দেবেন গোয়েন্দারা। এমনই ঘোষণা করা হয়েছে গোয়েন্দাদের তরফে। এনআইএ সূত্রে খবর, অভিযুক্ত সাত জনের বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করেছিল এনআইএ আদালত। অভিযুক্তদের পলাতক বলেও ঘোষণা করা হয়। কিন্তু এরপরও আত্মসমর্পণ (Surrender) করেনি তারা। এমনকী অভিযুক্তদের খোঁজও পাননি গোয়েন্দারা। আর এমন পরিস্থিতিতে বুধবার এহেন পদক্ষেপ করল এনআইএ আদালত।

জানা গিয়েছে, ইতিমধ্যেই NIA-র তরফ অভিযুক্তদের নাম ও কেস ডিটেইলস পোস্টার আকারে জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে। যে বা যারা এই পলাতকদের খোঁজ দিতে পারবে তাঁদের ১ লক্ষ টাকা পুরস্কার হিসেবে দেবেন গোয়েন্দারা। এরপরও অভিযুক্তদের খোঁজ পাওয়া না গেলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে পারে আদালত এমনটাই এনআইএ সূত্রে খবর। উল্লেখ্য, গত ১১ জানুয়ারি পলাতক এই সাতজনের বিরুদ্ধে এনআইএ আদালতের নির্দেশে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সালাউদ্দিন সহ তিনজনের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩৬ লক্ষ টাকা। আর সেই ঘটনা থেকেই গোয়েন্দাদের অনুমান, ওই তিনজনের বিশেষ কোনও পরিকল্পনা ছিল। মোট ১৬ জনের নামে সম্প্রতি চার্জশিট (Charge Sheet) পেশ করেছে এনআইএ। মোট আটজনকে এই মামলায় গ্রেফতার করেছিল এনআইএ। তাঁদের বিরুদ্ধে হিংসা ছড়ানো সহ একাধিক ধারায় মামলা হয়েছিল।

উল্লেখ্য, গত বছর ৮ অক্টোবর, লক্ষ্মীপুজোর রাতে ও তার পরদিন সকালে মোমিনপুরে অশান্তির ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একাধিক দোকানে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। আগুনে পুড়িয়ে দেওয়া হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি মোটরবাইক। গোটা ঘটনায় এলাকায় জারি হয় ১৪৪ ধারা। এরপরই মোমিনপুরের ঘটনায় পাঁচটি এফআইআর (FIR) দায়ের করেছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। গঠন করা হয় সিটও (SIT)। NIA তদন্তভার গ্রহণ করতেই কলকাতা পুলিশর কাছে ঘটনা নিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করে SIT। সেই ঘটনায় অভিযুক্ত বেশ কয়েকজন গ্রেফতার হলেও মাস্টার মাইন্ডরা এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি।

 

 

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...