Friday, November 14, 2025

দেখলেন কিন্তু চিনতে পারলেন না। কোনওরকমে হাত মিলিয়ে (Handshake) অন্যদের সঙ্গে কথা বলতে এগিয়ে গেলেন। হ্যাঁ, এমনই ঘটনার সাক্ষী হয়ে রইল গোটা বিশ্ব। গুড ফ্রাইডের (Good Friday) একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আয়ারল্যান্ডে (Ireland) গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। আর সেখানে কার্যত তিনি চিনতেই পারলেন না ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে (Rishi Sunak)। আর বাইডেনের এমন আচরণে রীতিমতো বিস্মিত দুনিয়া। কিন্তু কেন? তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা।

জানা গিয়েছে, কিছুদিন আগেই গুড ফ্রাইডের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আয়ারল্যান্ডে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। সেখানে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে এই প্রথমবার আয়ারল্যান্ডে গিয়েছিলেন বাইডেন। আর সেখানেই বিমানবন্দরে বাইডেনকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সেখানেই এমন ঘটনা ঘটেছে। আর পুরো ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর বাইডেনের এমন আচরণ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে ঘটনার পর এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হলে হাসিমুখে পরিস্থিতির সামাল দেন সুনাক। তবে পরে অবশ্য দেখা গিয়েছে, ভালো ভাবেই হাত মিলিয়েছেন দুই নেতা। পরে সুনাকের পিঠও চাপড়ে দেন বাইডেন এবং বৈঠকেও বসেন।

তবে নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন বাইডেনের এমন আচরণ ইচ্ছাকৃত? আবার অনেকের মতে, বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই হয়তো ভুলবশত এমনটা হয়ে গিয়েছে।

 

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version