ইডেনে কেকেআর নামার আগে বিশেষ বার্তা লিটন দাসের

আজ ইডেনে লিটন নামবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। লিটনের খেলার সুযোগ পাওয়া নির্ভর করবে নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সিদ্ধান্তের উপর।

ছবি সৌজন্যে কেকেআর

আজ ইডেনে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের লক্ষ‍্যে নামছে কেকেআর। সোমবার দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস। আজ হায়দরাবাদের বিরুদ্ধে তিনি খেলবেন কিনা তা নিয়ে কিছু বলেননি নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তবে তার আগে বিশেষ বার্তা বাংলাদেশের তারকা ক্রিকেটারের। বাংলার নববর্ষের একদিন আগেই চৈত্র সংক্রান্তিতে নববর্ষের শুভেচ্ছা জানালেন লিটন।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় লিটন লিখেছেন, “আশা করছি অতীতের সব গ্লানি মুছে যাবে। বাংলার নতুন বছর সবার জীবনে নতুন দিগন্ত খুলে দেবে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।”

আজ ইডেনে লিটন নামবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। লিটনের খেলার সুযোগ পাওয়া নির্ভর করবে নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সিদ্ধান্তের উপর। তিনি প্রথম একাদশে আফগানিস্তানের গুরবাজের জায়গায় লিটনকে আনেন কিনা সে নিয়ে রয়েছে প্রশ্ন। কারণ প্রথমত, প্রথম তিন ম্যাচে নজর কেড়েছেন গুরবাজ। আর দ্বিতীয়ত,দলের উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না কেকেআরের কোচ।

আরও পড়ুন:আজ ঘরের মাঠে নামছে কলকাতা, প্রতিপক্ষ হায়দরাবাদ, জয়ের হ‍্যাটট্রিক লক্ষ‍্য নাইটদের

 

Previous articleনৈতিক আচার্য মুখ্যমন্ত্রীই: রাজ্যপালের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শনকে তীব্র কটাক্ষ শিক্ষামন্ত্রীর
Next articleডেয়ারি ফার্মে আ*গুন, ঝ.লসে গেল ১৮ হাজার গরু!