Saturday, August 23, 2025

ফের ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ইন্দোনেশিয়া (Indonesia)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.০। শুক্রবার ভারতীয় সময় দুপুর ৩টে ২৫ নাগাদ এই কম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ডের এই কম্পনে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এমনকি হতাহতের কোনও খবরও নেই। তবে এদিন ভূমিকম্পের জেরে নিরাপদ স্থানের খোঁজে অনেকেই ছোটাছুটি শুরু করে দেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

তবে এদিন ভূমিকম্পের উৎস ছিল তুবান শহর থেকে ৯৬ কিলোমিটার উত্তরে, সাগরের নীচে। সমুদ্রের নীচে ভূমিকম্প হলে সাধারণত সুনামির (Tsunami) আশঙ্কা থাকে। তবে, ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, সমুদ্রের নীচে প্রায় ৫৯৪ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎস। তাই, এই ক্ষেত্রে সুনামি আসার কোও সম্ভাবনা নেই। ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা সংস্থার মুখপাত্র জানিয়েছেন, সুরাবায়া, তুবান, ডেনপাসার এবং সেমারাং অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পটি খুব গভীরে হওয়ায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আমরা এখনও পরিস্থিতির উপর নজর রাখছি।

অন্যদিকে, আচমকা এমন কম্পনের পরেই স্থানীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ সমস্ত বাহিনীকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে সুনামি আছড়ে পড়লে পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া সেই বিষয়টিও নজর প্রশাসনের রয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল পশ্চিমি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ ভূমিকম্পে কেঁপে ওঠে। সুমাত্রা দ্বীপের নিয়াহ অঞ্চলে যে ভূমিকম্প হয়েছিল তার মাত্রা ছিল ৬.১। সেই রেশ কাটতে না কাটতেই ফের একবার কম্পন অনুভূত হল ইন্দোনেশিয়ায়।

 

 

Related articles

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...
Exit mobile version