Thursday, November 6, 2025

নির্বাচনের আগেই ফুল বদল! গেরুয়া ছেড়ে এবার হাত শিবিরে কর্নাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী

Date:

কর্নাটক বিধানসভা নির্বাচনে (Karnataka Assembly Election) প্রার্থীতালিকায় নাম নেই। সেই ক্ষোভেই আগেভাগে গেরুয়া সঙ্গ ত্যাগ করেছিলেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদি (Ex Deputy CM Laxman Savadi)। এবার ফুল বদলে কংগ্রেসে (Congress) যোগ দিলেন তিনি। শুক্রবার সকালে বেঙ্গালুরুতে (Bengaluru) রাজ্য কংগ্রেসের প্রধান ডি কে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সাভাদি। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বাসভবনে কংগ্রেসের নেতাদের সঙ্গে চলে দীর্ঘক্ষণ বৈঠক।

এদিকে লক্ষ্মণ সাভাদিকে দলে স্বাগত জানিয়ে কর্নাটকের কংগ্রেস নেতৃত্বের তরফে সাফ জানানো হয়েছে, এমন মহান নেতাদের দলে জায়গা দেওয়া তাঁদের কর্তব্য। আগামী ১০ মে কর্নাটক বিধানসভা নির্বাচন। আর তার আগে বিজেপির তরফে প্রথম পর্বের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেই প্রার্থী তালিকায় নিজের নাম না থাকায় লক্ষ্মণ সাভাদি ক্ষোভপ্রকাশ করেন এবং বিজেপি ছেড়ে বেরিয়ে আসেন। সূত্রের খবর, লক্ষ্মণ সাভাদিকে প্রার্থী করতে পারে কংগ্রেস। তবে কংগ্রেস নেতা ডিকে শিবকুমার বলেন, ৯ বা ১০ জনের বেশি বর্তমান বিধায়ক আমাদের দলে যোগ দিতে চান কিন্তু আমাদের দলে এই মুহূর্তে জায়গা নেই।

উল্লেখ্য, কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে মঙ্গলবার ১৮৯ জনের একটি প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্ব। সেই তালিকায় বাদ পড়েছেন গত বিধানসভা নির্বাচনে জয়ী বেশ কয়েকজন বিজেপি বিধায়ক। পরিবর্তে, তালিকায় দলবদলুদের গুরুত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রথম প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টা কাটতে না কাটতে বিজেপি ছাড়েন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। ২২৪ আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভার আগামী ১০ মে ভোটগ্রহণ। ভোটগণনা ১৪ মে।

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version