Monday, August 25, 2025

‘মায়ের কাছে মানুষের কল্যাণের কথা বলেছি’, দক্ষিণেশ্বরে পুজো দিয়ে অমিত শাহ

Date:

সিউড়িতে সভার পর শুক্রবার সন্ধ্যায় দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কনভয়। তার সঙ্গে ছিলেন দক্ষিণেশ্বর মন্দিরের অছি পরিষদের প্রধান কুশল চৌধুরী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।

পুজো দিয়ে বেরিয়ে অমিত শাহ বলেন, ‘গঙ্গার তীরে মায়ের আরাধনা করার সৌভাগ্য হল আমার। যখনই দক্ষিণেশ্বর এসেছি, এক নতুন চেতনা তৈরি হয়েছে। সবসময়ই মানুষের কল্যাণের কথা বলেছি। আজ প্রার্থনা করেছি, বাংলার মানুষ যাতে সুখ-শান্তি পায়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক হয়, প্রত্যেকে যেন ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, কোনও হিংসা বা সন্ত্রাসের মুখোমুখি যেন হতে না হয়।‘
তিনি আরও বলেন, ‘বীরভূমে গিয়ে মানুষের যে উৎসাহ দেখেছি, তাতে বিজেপির ভবিষ্যতের ফলাফল নিয়ে কোনও সন্দেহ নেই।’কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বীরভূমে মানুষের ভালবাসা পেয়ে তিনি আপ্লুত। বাংলায় আর কোনও ধর্মীয় অনুষ্ঠানে হামলা হবে না বলেও আশাপ্রকাশ করেন তিনি।

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version