Friday, May 23, 2025

সভা চলাকালীন বি.স্ফোরণ! অল্পের জন্য প্রাণে বাঁচলেন জাপানের প্রধানমন্ত্রী

Date:

Share post:

বরাত জোরে প্রাণে বাঁচলেন জাপানের প্রধানমন্ত্রী (Prime Minister of Japan) ফুমিও কিশিদা (Fumio Kishida)। জানা গিয়েছে, শনিবার জাপানের ওয়াকায়ামা শহরে একটি সভায় বক্তব্য় রাখছিলেন তিনি। আর সেই সময় মঞ্চের কাছেই বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় জাপানের প্রধানমন্ত্রীকে। তবে বর্তমানে তিনি সুরক্ষিত রয়েছেন বলেই খবর। ওয়াকামা শহরে ১ নম্বর জেলায় উপ-নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের জন্যই প্রচার চালাতে গিয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ফিশিং হারবার ঘুরে তাঁর ওয়াকামায় বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু মঞ্চে উঠতেই বিস্ফোরণ হয়।

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, পাইপের মতো কিছু একটি প্রধানমন্ত্রী কিশিদার মঞ্চের সামনে ছুঁড়ে মারা হয়েছিল। সেখান থেকেই বিস্ফোরণ (Blast) হয়। মনে করা হচ্ছে, স্মোক বা পাইপ বোমা দিয়ে হামলা চালানো হয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার উপরে। ইতিমধ্যেই সন্দেহভাজন একজনকে আটকও করেছে পুলিশ ও প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, এদিন ভারী লোহার পাইপের টুকরোর মতো একটি বস্তুর ভিতরে বিস্ফোরক রাখা ছিল। একাধিক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী কিশিদার মঞ্চের আশেপাশের গোটা এলাকা ধোঁয়ায় ভরে গিয়েছে। নিরাপত্তারক্ষীরা গোটা এলাকা ঘিরে রেখেছেন। ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলেন, তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

তবে এমন ঘটনা এই প্রথম নয়, গত বছরের জুলাই মাসে পশ্চিম জাপানের নারা শহরে একটি কর্মসূচিতে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে (Shinzo Abe) লক্ষ্য করে গুলি ছোড়েন এক আততায়ী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই আততায়ীকে গ্রেফতার করা হয়।

 

 

spot_img

Related articles

হাত হারানো ইমতিয়াজ থেকে পা খোয়ানো রাফিয়া: রাজৌরিতে খোঁজ নিলেন তৃণমূল প্রতিনিধিরা

বৃহস্পতিবার গিয়েছিলেন পুঞ্চের হামলার শিকার এলাকাগুলিতে। আর শুক্রবার রাজৌরির (Rajouri) জেলা হাসপাতাল এবং সরকারি মেডিক্যাল কলেজে গিয়ে তৃণমূল...

OMR পার্থক্য থাকা প্রার্থীরা অযোগ্য: সুপ্রিম কোর্টে খারিজ আর্জি 

এসএসসির পরীক্ষার্থীদের মধ্যে যাদের ওএমআর শিটে অসঙ্গতি (মিসম্যাচ) (mismatch) আছে অর্থাত্‍ যাদের ওএমআর-র (OMR) নম্বরের সঙ্গে এসএসসির (SSC)...

ঘরে ফেরা: দেশবাসাকে ধন্যবাদ পূর্ণমের, আনন্দে বিহ্বল স্ত্রী-আবেগে ভাসলেন মা

অবশেষে বাড়ি ফিরলেন BSF জওয়ান পূর্ণম কুমার সাউ। রিষড়ায় পৌঁছতেই তাঁকে নিয়ে সারা এলাকা হুড খোলা গাড়িতে ঘোরানো...

আর পাবেন না মাইসোর পাক, মোতি পাক! বদলে গেল মিষ্টি

পহেলগামে পাক জঙ্গি হামলার পরে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তান বিরোধী বিভিন্ন পদক্ষেপ সাধারণ মানুষের তরফ থেকে নেওয়া হয়েছে।...