Thursday, August 28, 2025

নিয়োগ দুর্নী*তিতে ফের চাঞ্চ*ল্যকর তথ্য, জেলায় জেলায় এজেন্ট নিয়োগ করেছিল জীবন!

Date:

নিয়োগ দুর্নীতিতে ফের চাঞ্চল্যকর তথ্য।সিবিআইয়ের দাবি, প্রাইমারি – আপার প্রাইমারি নিয়োগ দুর্নীতিতে যুক্ত মুর্শিদাবাদের  বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিভিন্ন জেলায় এজেন্ট রয়েছে। বর্ধমান, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় এজেন্টদের খোঁজ পেয়েছে সিবিআই। সেই এজেন্টেদের তলব করবে তদন্তকারী সংস্থা। কারণ এই জীবন কৃষ্ণের বাড়ি থেকে ক্যান্ডিডেট লিস্ট সহ কার থেকে কত টাকা নেওয়া হয়েছে, তার হিসেব নথি পাওয়া গিয়েছে, বলে দাবি সিবিআইয়ের।

নিয়োগ দুর্নীতি মামলায়  প্রায় ৫ ব্যাগ নথি বিধায়কের বাড়ির পাঁচিলের পাশে থেকে উদ্ধার। ফলে এই বিধায়ক নিয়োগ দুর্নীতিতে ওতপ্রতভাবে  যুক্ত বলে দাবি সিবিআইয়ের। সিবিআই সূত্রে জানা গিয়েছে, জীবনের একটি মোবাইল পুকুর থেকে উদ্ধার হয়েছে। সেটি হায়দরাবাদে সেন্ট্রাল ফরেনসিক টিমের কাছে পাঠানো হবে ডেটা উদ্ধারের জন্য। তবে দীর্ঘক্ষণ জলে থাকার পর মোবাইলের কোনও ডেটা আদৌ উদ্ধার করা সম্ভব কিনা, তা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে সিবিআই।

প্রসঙ্গত, বিধায়কের বাড়ি শুক্রবার থেকে টানা ম্যারাথন তল্লাশি করছে সিবিআই। তাঁর শ্বশুর বাড়ি, তাঁর পৈতৃক বাড়িতেও সিবিআই তল্লাশি করেছে। সিবিআইয়ের দাবি , পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার। তাই সিবিআইয়ের তদন্তকারীরা সেই রেকমেন্ডেশন লিস্টের বিষয়ে, পুঙ্খানুপুঙ্খ জানার চেষ্টা করছেন।
সিবিআই রঘুনাথগঞ্জে জীবনের শ্বশুর নিতাই সাহার বাড়িতেও তল্লাশি করে। সিবিআই জানতে চাইছে এজেন্ট হিসেবে কত টাকা তুলেছেন নিতাই সাহা? কত জন ক্যান্ডিডেট থেকে টাকা নিয়ে বেআইনি ভাবে চাকরি হয়েছে?

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version