Sunday, December 7, 2025

গ্রেফতার হতে পারি: আশঙ্কার কথা জানিয়ে সিবিআই দফতরে হাজিরা কেজরির

Date:

Share post:

মণীশ সিসোদিয়ার পর তালিকায় এবার কি খোদ দিল্লির মুখ্যমন্ত্রী(Delhi CM)! এবার কি গ্রেফতার করা হবে অরবিন্দ কেজরিওয়ালকে(Arvind Kejriwal)? অন্তত তেমনি আশঙ্কার কথা জানিয়ে রবিবার দিল্লির লোধি রোডে সিবিআই(CBI) দপ্তরে হাজিরা দিলেন আপ প্রধান। হাজিরার আগে সংবাদ মাধ্যমের সামনে রীতিমতো সুর চড়িয়ে তিনি জানালেন, বিজেপি(BJP) যদি নির্দেশ দেয় তাহলে সিবিআই তাকে গ্রেফতারও করতে পারে।

রবিবার অরবিন্দ কেজরিওয়ালের হাজিরার আগে দফায় দফায় কর্মসূচি ছিল আম আদমি পার্টির। এদিন সকালে দিল্লির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানান কেজরিওয়াল। তিনি বলেন, “বিজেপি (BJP) এখন ক্ষমতার নেশায় মগ্ন। ওরা কাউকে কেয়ার করে না। সেটা রাজনীতিবিদ হোক, বিচারকরা হোক বা সংবাদমাধ্যম। বিজেপি চাইলে আজ আমাকে গ্রেপ্তারও করতে পারে সিবিআই। যারা এদের কথা শোনে না, তাদের সবাইকে এরা জেলে পাঠাতে পারে। ওরা নির্দোষদেরও ছাড়ে না।” দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য, “ওরা বলছে আমি নাকি দুর্নীতিগ্রস্ত। আমি ট্যাক্স কমিশনার ছিলাম। দুর্নীতিগ্রস্ত হলে কোটি কোটি টাকা রোজগার করতে পারতাম। কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত হলে গোটা বিশ্বে কেউ সৎ নয়।”

এদিকে রবিবার সকালে আম আদমি পার্টির সদর দপ্তরের ভিড় জমাতে থাকেন কেজরীর সমর্থকরা। দিল্লির পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় থেকেও বহু নেতা কর্মী উপস্থিত হন দিল্লিতে। উদ্দেশ্য ছিল কর্মী সমর্থকদের নিয়ে সিবিআই অফিসের সামনে বিক্ষোভ দেখানোর। কিন্তু শেষে সেই পরিকল্পনা কার্যকর হয়নি। সিবিআই অফিসে কাছে যাওয়ার আগে কাশ্মীরি গেটেই আটক করা হয় আপ সমর্থকদের। এদিন সাংবাদিক বৈঠকের পর রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাতে চান দিল্লির মুখ্যমন্ত্রী। সেখান থেকে যান সিবিআই দপ্তরে। সিবিআই অফিসে ঢোকার আগে তিনি বলেন, “সিবিআই বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত। ওদের সব প্রশ্নের উত্তর আমি দেব।”

spot_img

Related articles

কলকাতা ম্যারাথনের মুখ কেনি বেডনারেক, রাজপথে দৌড়াবেন জীবন যুদ্ধে জয়ীরাও

বিগত ৯ বছর ধরেই শীতের কলকাতার মেগা ইভেন্টের নাম টাটা স্টিল ম্যারাথন(kolkata marathon)। আগামী ২১ ডিসেম্বর কলকাতার রাজপথে...

ডায়মন্ডহারবার মডেল অনুসরণ করেই এগোতে চায় হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স

মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই শুরু বেঙ্গল সুপার লিগ। তার আগে শনিবার  হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স দলের(Howrah Hooghly Warriors )জার্সি...

সুন্দরবনের ধাঁচে বিশেষ জাল এবার ডুয়ার্সে! চিতাবাঘ-আতঙ্কে নতুন উদ্যোগ বন দফতরের

চিতাবাঘ-মানুষ সংঘাত রুখতে অভিনব পদক্ষেপ নিল বন দফতর। সুন্দরবনের মতোই এবার ডুয়ার্সের চা-বাগান ঘেঁষা গ্রামগুলিকে বিশেষ জাল দিয়ে...

ড্রোন শোয়ে নয়া আকর্ষণ গঙ্গাসাগর মেলায়! প্রস্তুতি পরিদর্শনে দুই মন্ত্রী

৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এবারের মেলা শুধু আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু নয়, প্রযুক্তি ও ঐতিহ্যের এক...