Saturday, January 10, 2026

খুন ও গণহত্যা এক নয়: ধর্ষকমুক্তিতে ফের সুপ্রিম তোপের মুখে গুজরাট

Date:

Share post:

বিলকিস বানো(Bilkis Bano) গণধর্ষণ ও গণহত্যায় যুক্ত অপরাধীদের মুক্তি দেওয়ার ঘটনায় ফের শীর্ষ আদালতের(Supreme Court) তোপের মুখে পড়ল কেন্দ্র ও গুজরাট সরকার। আদালতের স্পষ্ট বক্তব্য, আইন আছে বলেই খুনি, ধর্ষকদের ছেড়ে দেওয়া যায় না। কোন আইন কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, সেটা আরও ভাল করে বিবেচনা করা উচিত।

মঙ্গলবার ধর্ষক মুক্তি মামলার শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি কেএম জোসেফ এবং বিচারপতি বিভি নাগরত্নের বেঞ্চের পর্যবেক্ষণ, বিলকিসের ধর্ষকদের মুক্তি দেওয়ার আগে তাদের অপরাধের গুরুত্ব দেখে নেওয়া উচিত ছিল গুজরাট হাই কোর্টের। ডিভিশন বেঞ্চের তরফে জানান হয়, “একজন অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করা হল, এতগুলো মানুষ মারা গেল। এই ধরনের মামলাকে ৩০২ ধারার আর পাঁচটা মামলার সঙ্গে তুলনা করা যায় না। আপেলের সঙ্গে যেমন কমলালেবুর তুলনা করা যায় না, তেমনি খুনের সঙ্গে গণহত্যার তুলনা করা যায় না।” আদালতের তরফে আরও জানানো হয়েছে, “কীসের ভিত্তিতে রাজ্য সরকার এইধরনের সিদ্ধান্ত নিল? আজ এটা বিলকিস বানোর সঙ্গে হয়েছে। কাল আমার বা আপনার সঙ্গে হতে পারে। আপনারা যদি ঠিকঠাক কারণ না জানান, তাহলে আমাদের নিজেদের মতো করে ভেবে নিতে হবে।”

এই মামলায় ইতিমধ্যেই অপরাধীদের মুক্তি সংক্রান্ত সবরকমের কাগজপত্র দেখতে চেয়েছে সুপ্রিমকোর্ট। আগামী ২ মে এই মামলার পরবর্তী শুনানি সেইদিন এই সংক্রান্ত সব নথি দেখতে চেয়েছে শীর্ষ আদালত। যদিও সূত্রের খবর, এই নির্দেশের পাল্টা চ্যালেঞ্জ জানাতে চলেছে গুজরাট সরকার এবং কেন্দ্র।

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...