Friday, December 19, 2025

খুন ও গণহত্যা এক নয়: ধর্ষকমুক্তিতে ফের সুপ্রিম তোপের মুখে গুজরাট

Date:

Share post:

বিলকিস বানো(Bilkis Bano) গণধর্ষণ ও গণহত্যায় যুক্ত অপরাধীদের মুক্তি দেওয়ার ঘটনায় ফের শীর্ষ আদালতের(Supreme Court) তোপের মুখে পড়ল কেন্দ্র ও গুজরাট সরকার। আদালতের স্পষ্ট বক্তব্য, আইন আছে বলেই খুনি, ধর্ষকদের ছেড়ে দেওয়া যায় না। কোন আইন কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, সেটা আরও ভাল করে বিবেচনা করা উচিত।

মঙ্গলবার ধর্ষক মুক্তি মামলার শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি কেএম জোসেফ এবং বিচারপতি বিভি নাগরত্নের বেঞ্চের পর্যবেক্ষণ, বিলকিসের ধর্ষকদের মুক্তি দেওয়ার আগে তাদের অপরাধের গুরুত্ব দেখে নেওয়া উচিত ছিল গুজরাট হাই কোর্টের। ডিভিশন বেঞ্চের তরফে জানান হয়, “একজন অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করা হল, এতগুলো মানুষ মারা গেল। এই ধরনের মামলাকে ৩০২ ধারার আর পাঁচটা মামলার সঙ্গে তুলনা করা যায় না। আপেলের সঙ্গে যেমন কমলালেবুর তুলনা করা যায় না, তেমনি খুনের সঙ্গে গণহত্যার তুলনা করা যায় না।” আদালতের তরফে আরও জানানো হয়েছে, “কীসের ভিত্তিতে রাজ্য সরকার এইধরনের সিদ্ধান্ত নিল? আজ এটা বিলকিস বানোর সঙ্গে হয়েছে। কাল আমার বা আপনার সঙ্গে হতে পারে। আপনারা যদি ঠিকঠাক কারণ না জানান, তাহলে আমাদের নিজেদের মতো করে ভেবে নিতে হবে।”

এই মামলায় ইতিমধ্যেই অপরাধীদের মুক্তি সংক্রান্ত সবরকমের কাগজপত্র দেখতে চেয়েছে সুপ্রিমকোর্ট। আগামী ২ মে এই মামলার পরবর্তী শুনানি সেইদিন এই সংক্রান্ত সব নথি দেখতে চেয়েছে শীর্ষ আদালত। যদিও সূত্রের খবর, এই নির্দেশের পাল্টা চ্যালেঞ্জ জানাতে চলেছে গুজরাট সরকার এবং কেন্দ্র।

spot_img

Related articles

সেবাশ্রয়ে ২০তম দিনে ক্যাম্পে যাবেন অভিষেক: সাফল্যের খতিয়ান পেশ

প্রথম ক্যাম্পের সাফল্য অনুপ্রাণিত করেছে দ্বিতীয় ক্যাম্পের আয়োজনে। সেবাশ্রয়-২ উদ্বোধনে সদর্পে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়...

তৃণমূলের প্রতিবাদেই বিরোধী ঐক্যে শান: সাংসদদের বিশেষ বার্তা মমতার

যতবার কেন্দ্রের স্বৈরাচারী বাংলা-বিরোধী বিজেপি সরকার বাংলার মানুষের উপর নানাভাবে চাপ প্রয়োগ, বঞ্চনার চেষ্টা চালিয়েছে, ততবার তৃণমূল নেত্রী...

বেঙ্গল সুপার লিগে জিতল রয়্যাল সিটি, শুরুতেই ছন্দে ব্যারেটোর দল

শুক্রবার জমজমাট বেঙ্গল সুপার লিগে(Bengal Super League)। রাজ্যের দুই প্রান্তে   ছিল দুটি ম্যাচ।  ঘরের মাঠে জেএইচআর রয়্যাল সিটি...

কেকেআরের মালিকানার পরিবর্তন! দলের শেয়ার বিক্রি করছেন জুহি?

বছর শেষের আগেই নাইট শিবিরে ফাটল! আরসিবি এবং রাজস্থান রয়্যালসের পর এবার মালিকানা পরিবর্তনের সম্ভবনা কলকাতা নাইট রাইডার্সেও(KKR)।...