Saturday, August 23, 2025

নাপোলির মাঠে গতকাল রাতে ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি পেয়েছিল এসি মিলান। কিন্তু সেটি কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন অলিভার জিরু। নাপোলির গোলকিপার অ্যালেক্স মেরেত বাঁ দিকে ঝাঁপিয়ে পেনাল্টি রুখে দেন মেরেত। তাতেই লেখা হয় নতুন ইতিহাস।

ফিরতি লেগে এই ম্যাচে ১-১ গোলে ড্র করলেও দুই লেগ মিলিয়ে ২-১ গোলের জয়ে সেমিফাইনালে উঠেছে মিলান। নাপোলি বিদায় নিলেও মিলানের ইতিহাসে নিজের নামটা তুলেছেন ইতালিয়ান এই গোলকিপার। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম গোলকিপার হিসেবে এসি মিলানের কোনও খেলোয়াড়ের পেনাল্টি ঠেকানোর কীর্তি গড়েছেন নাপোলির মেরেত।ঐতিহ্য ও সাফল্য বিচারে মিলান ইউরোপের বড় ক্লাবগুলোর একটি। চ্যাম্পিয়নস লিগ জিতেছে ৭ বার। যেহেতু এমন সফল ও ঐতিহ্যবাহী দলের কোনও খেলোয়াড়ের নেওয়া পেনাল্টি কেউ প্রথমবারের মতো ঠেকিয়েছেন। এখন প্রশ্ন উঠেছে, চ্যাম্পিয়নস লিগে মিলান পেনাল্টি পেয়েছে কতগুলো?

চ্যাম্পিয়নস লিগের পরিসংখ্যান বলছে, ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় এখন পর্যন্ত ২১টি পেনাল্টি পেয়েছে মিলান। এর মধ্যে ১৮টি পেনাল্টি থেকে গোল পেলেও ৩টি পেনাল্টি থেকে গোল হয়নি। সেই তিন পেনাল্টির মধ্যে দুটি একাই মিস করেছেন মিলান কিংবদন্তি আন্দ্রেই শেভচেঙ্কো। ২০০০ সালের চ্যাম্পিয়নস লিগে পেনাল্টি পেয়ে পোস্টে মেরেছিলেন শেভচেঙ্কো। এরপর ২০০৬ চ্যাম্পিয়নস লিগেও পেনাল্টি থেকে গোল করতে পারেননি ইউক্রেন কিংবদন্তি। সেবার বল মারেন পোস্টের ওপর দিয়ে। আর এবার নাপোলির গোলকিপার অ্যালেক্স মেরেত পেনাল্টি থেকে জিরুর শটই ঠেকিয়ে দিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন।

 

 

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version