Monday, November 17, 2025

তাপপ্রবাহে বন্ধ হতে চলেছে শু.টিং, কী হবে সিরিয়ালের ভবিষ্যৎ!

Date:

যত সময় যাচ্ছে ততই দহন জ্বালা (Heat Wave) সহ্য করতে হচ্ছে বাংলার মানুষকে। পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal) , দগ্ধ কলকাতা(Kolkata)। পরিস্থিতির গুরুত্ব বুঝে রাজ্য সরকারের তরফে স্কুল কলেজবন্ধ রাখার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেসরকারি স্কুলগুলিতে ফিরেছে ‘অনলাইন ক্লাস’। কিন্তু এই পরিস্থিতিতে সিনেমার সিরিয়ালের (Cinema Serial) শুটিং হবে কী করে? চিত্রনাট্যের প্রয়োজনে এখানে ওখানে আউটডোর শুটিং তো আছেই। হঠাৎ করে স্ক্রিপ্টের আমূল পরিবর্তন আদৌ কি সম্ভব? ইনডোর শুটিং করতে গেলেও, গরমে ঘর্মাক্ত কলাকুশলীরা। অভিনেতা অভিনেত্রীরা মেকআপ করে গরমের মধ্যে শুটিংয়ে নাজেহাল। আর টেকনিশিয়ানরা সারাক্ষণ রোদের মধ্যে দৌড়াদৌড়ি করে কার্যত বিধ্বস্ত। যখন তখন ইউনিটের লোকজন অসুস্থ হয়ে পড়ছেন। সবদিক খতিয়ে দেখে এবার বড় সিদ্ধান্তের পথে ‘ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’ (Federation of Cine Technicians and Workers of Eastern India) । মনে করা হচ্ছে যে কোন মুহূর্তে বন্ধ হতে পারে শুটিং। বিশেষ করে আউটডোরের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা দরকার বলেই মনে করছেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)।

তীব্র তাপপ্রবাহ থেকে কবে রেহাই মিলবে তা আপাতত জানা নেই। কিন্তু তাই বলে বাঙালির ড্রয়িং রুমে সিরিয়ালের কোনও বিরাম নেই। করোনাকালে কিছুটা বাধ্য হই পুরনো এপিসোড টেলিকাস্ট করতে হয়েছিল। এবারও কি তাহলে সেই পথেই হাঁটতে চলেছে টালিগঞ্জ? এক দিকে ৪০-৪১ ডিগ্রি গরমে প্রায় ১৩ থেকে১৪ ঘণ্টা শুটিং করতে হচ্ছে, তার উপর আবার ক্যামেরার সামনে সুশ্রী দেখাতে হবে নিজেকে। খুব স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন অভিনেতারা। সিরিয়ালের ব্যাঙ্কিংয়ের প্রবল চাপের জন্য অনেক সময় ছুটি পাওয়াও সম্ভব হচ্ছেনা। কিন্তু এই সময় আউটডোর শুটিং করা সত্যিই কষ্টকর। গল্পের কথা মাথায় রেখে কেউ পিচের রাস্তায় খালি পায়ে হাঁটছেন, কেউ আবার গরম মাথায় নিয়ে কলকাতার রাস্তায় ছুটে ভিলেন ধরছেন। আর এটা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই।

ফেডারেশনের তরফে প্রযোজক গিল্ড (WATP) এবং ইম্পাকে (Eastern Indian Motion Pictures Association) মেল করা হয়েছে যাতে এই গরমের কথা মাথায় রেখে শুটিং শিডিউলে কিছু বদল করা যায়। স্বরূপ বিশ্বাস বলছেন, আলোচনায় বসে আউটডোরের বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা দরকার। সেক্ষেত্রে দুপুরের সময়টুকু যাতে শুটিং বন্ধ করা যায় সেই নিয়েও পরিকল্পনা করা হচ্ছে।

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version