Friday, November 14, 2025

কোচবিহার থেকে ‘সংযোগ যাত্রা’য় নামছে তৃণমূল, আজ বার্তা অভিষেকের

Date:

লক্ষ্য, বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়া। পার্টি আর মানুষের মধ্যে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলা। তারই মাধ্যমে জেনে নেওয়া সাধারণ মানুষের অভাব-অভিযোগ, চাওয়া-পাওয়ার কথা। পঞ্চায়েত ভোটে আপনার এলাকায় কাকে প্রার্থী চান, মানুষের সেই মতামতও জানার চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবার টানা দু’ মাস মূলত গ্রামমুখী সংযোগ যাত্রায় নামছে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির ঘোষণা করেন। দায়িত্ব বর্তেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। দলের সুপ্রিমো জানিয়েছিলেন, সাধারণ মানুষের ঘরে গিয়ে জানতে হবে দুঃখ কষ্টের কথা। সেই বার্তা খোদ দলের সুপ্রিমোর কাছে পৌঁছে দেবেন অভিষেক।

আরও পড়ুন:20-04-2023-Covid Awareness Press advt- H&FW Department

চলতি বছরের শুরু থেকেই ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি নিয়েছে তৃণমূল। যা ইতিমধ্যে রাজ্যজুড়ে সাড়া ফেলে দিয়েছে। এই কর্মসূচির সাফল্যের সূত্র ধরেই এবার সংযোগ যাত্রায় নামছে তৃণমূল। ২৫ এপ্রিল থেকে রাজ্যজুড়ে সংযোগ যাত্রা করবে তৃণমূল। আগামী দু’মাস এই কর্মসূচি চলবে।


এই গোটা কর্মসূচি নেত্রীর পরামর্শ নিয়ে সাজিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির বিষয়টি বিস্তারিত জানাবেন।

তৃণমূল সূত্রের খবর, সংযোগ যাত্রার জন্য চলতি মাসের শেষেই ফের কোচবিহার যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ২৪ এপ্রিল তিনি কোচবিহার যাবেন। সেখানকার এলাকা ঘুরে ঘুরে কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে। তাঁদের অসুবিধের কথা শুনবেন। সেখান থেকেই শুরু হবে এই কর্মসূচি। ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে উত্তরের এই জেলাটি। জানা গিয়েছে সংযোগ কর্মসূচিতে অভিষেক দু’ রাত থাকবেন কোচবিহারে। তবে এবার তিনি কোনও সরকারি ভবনে না থেকে কর্মীদের সঙ্গে থাকবেন বলে জানা গিয়েছে।

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version