Sunday, November 16, 2025

ফোনকলের প্রমাণ দিতে ব্যর্থ! “শুভেন্দুর ঢোল ফেঁসে গেল”, কটাক্ষ কুণালের

Date:

বলেছিলেন ফোনকলের প্রমাণ দেবেন বৃহস্পতিবার। সেইমতো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। তবে প্রমাণ দেওয়াতো দূর, আইনি জটিলতা দেখিয়ে রীতিমতো পলায়ন করলেন বিজেপি নেতা। এই ঘটনায় শুভেন্দুকে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। টুইটারে লিখলেন, “শূন্য কলসি বাজে বেশি। শুভেন্দুর ঢোল ফেঁসে গেল।”

মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) আক্রমণ শানিয়ে সম্প্রতি শুভেন্দু দাবি করেছিলেন, জাতীয় দলের মর্যাদা চলে যাওয়ায় তা ফেরানোর আর্জি জানিয়ে অমিত শাহকে ফোন করে রীতিমতো পায়ে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর অভিযোগের পাল্টা মুখ্যমন্ত্রী জানান, প্রমাণ করতে পারলে তিনি মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন। এরপর নন্দীগ্রামের বিজেপি বিধায়ক হুঁশিয়ারি দিয়েছেন, বৃহস্পতিবার এই নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে মোক্ষম জবাব দেবেন তিনি। সেইমতো এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রীতিমতো ‘পলায়ন’ করলেন শুভেন্দু। এবিষয়ে প্রমাণ দেওয়ায় আইনি বাধার বিষয়টি তুলে ধরে শুভেন্দু বলেন, “উনি রাজ্যের প্রশাসনিক প্রধান। ফলে আরটিআই করলেও ওনার ফোন কলের ডিটেলস পাওয়া সম্ভব নয়।” পাশাপাশি শুভেন্দু আরও বলেন, “উনি যদি আমার বিরুদ্ধে মামলা করেন সেক্ষেত্রে আইনি পথে ট্রাইয়ের মাধ্যমে ফোন কলের ডিটেলস পাওয়া যাবে। কিন্তু কি কথা হয়েছে সেটা জানা যাবে না।” প্রমাণ দেওয়ার পরিবর্তে আইনি বাধা তুলে ধরে শুভেন্দুর এহেন পলায়নের পর টুইটারে শুভেন্দুকে তোপ দাগেন কুণাল ঘোষ।

 

শুভেন্দুর সাংবাদিক বৈঠকের পর টুইটারে কুণাল ঘোষ লেখেন, “শূন্য কলসি বাজে বেশি। শুভেন্দুর ঢোল ফেঁসে গেল। অমিত শাহকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনের কোনো প্রমাণ দিতে পারল না। মিথ্যা বলাটা ধরা পড়ে গেল। কাল বলেছিল কাল বলব। কাল আর এল না। আইনি জাগলারিতে পলায়ন। শুধু কথা ঘোরাতে অন্য বিষয়ে কুৎসা করে গেল। ও কীসের ভিত্তিতে কথাটা বলেছিল, সেই কথাটুকুও বলতে পারল না।” এরসঙ্গেই তিনি যোগ করেন, “অতৃপ্ত আত্মার অসহায় মরিয়া আর্তনাদ।” এছাড়াও সাংবাদিক বৈঠকে এদিন শুভেন্দু বলেন, “বাংলা থেকে পরিবারবাদকে উৎখাত করে ছাড়ব”। শুভেন্দুর এই মন্তব্যের পাল্টা সংবাদমাধ্যমকে কটাক্ষ করে এদিন টুইটারে কুণাল লেখেন, “শুভেন্দু পরিবারবাদ, দুর্নীতির কথা বলল। সাংবাদিকরা ছাত্রের মত শুনল। একবারও অধিকারী প্রাইভেট লিমিটেড বা নারদে ওর নামে সিবিআই এফআইআর নিয়ে কোনও কোনও প্রশ্ন গেল না। অপূর্ব।”

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...
Exit mobile version