Thursday, August 28, 2025

গোধরা কাণ্ড: সবরমতি এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে ৮ দোষীকে জামিন সুপ্রিমকোর্টের

Date:

২০০২ সালে গুজরাটের(Gujrat) গোধরায় সবরমতি এক্সপ্রেসে(Sabarmati express) অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ দোষীকে জামিন(Bail) দিল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই ৮ অপরাধী ১৭ থেকে ২০ বছর সাজা কেটেছে। মানবিক দিন বিচার করেই তাদের জামিন দিল দেশের শীর্ষ আদালত। অন্যদিকে এই ঘটনায় আরও ৪ জন জামিনের আবেদন জানালেও তা খারিজ করেছে আদালত। এই ৪ জনকে নিম্ন আদালতে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল পরে হাইকোর্ট তাদের ফাঁসির সাজা খারিজ করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়।

এই ৮ দোষীর আইনজীবী সঞ্জয় হেগড়ে ইদকে সামনে রেখে তাদের জামিনে মুক্তি দেওয়ার আবেদন করেছিলেন আদালতে। সেইমতো বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমার বেঞ্চ গোধরা মামলায় দোষীদের জামিনের বিষয়ে সিদ্ধান্ত নেন। জানান, এই ৮ আসামি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। তাদের জামিনের শর্ত পূরণ করে জামিনে মুক্তি দিতে হবে। অন্যদিকে গত শুনানিতে, সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নিম্ন আদালতের দ্বারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন বিবেচনা করা হবে না। অবশ্য হাইকোর্ট সেই ফাঁসির সাজাকে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করে।

উল্লেখ্য, ২০০২ সালে গোধরায় সবরমতি এক্সপ্রেসে আগুন জ্বালিয়ে ৫৯ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে অপরাধীরা। এই ঘটনায় আবদুল রেহমান ধন্তিয়া, আবদুল সাত্তার ইব্রাহিম গাদ্দি এবং মোট ২৭ জন অপরাধীর জামিনের আবেদনের শুনানি চলছিল শীর্ষ আদালতে। তাদের মধ্যে ৮ জনকে জামিন দিল আদালত।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version