Thursday, August 21, 2025

গোরুপাচারে যুক্ত বিজেপি বিধায়কের ছেলে! গ্রেফতারের দাবিতে সরব তৃণমূল

Date:

Share post:

গোরুপাচারে সরাসরি বিজেপি যুক্ত।কুলটি বিধানসভার বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস নেতা সমীর চক্রবর্তীর বিজেপির বিরুদ্ধে অভিযোগ, আসানসোলের কুলটি এলাকায় গোরু পাচারের সঙ্গে যুক্ত সেখানকার বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের ছেলে কেশব পোদ্দার। মাসে তিনি প্রায় এক কোটি ২০ লক্ষ টাকা তোলা তোলেন বলে অভিযোগ।এই প্রসঙ্গে কুলটি-৩ মন্ডলের, কাঞ্চন সিনহা মন্ডল সভাপতি ও অবজারভার বিভাস সিংয়ের কথোপকথনের একটি অডিও প্রকাশ্যে আনেন তিনি। যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। সেই সঙ্গে বিজেপি বিধায়ক এবং তাঁর ছেলের গ্রেফতারির দাবি করেন।

তিনি বলেন, অমিত শাহ একজন স্বরাষ্ট্র মন্ত্রী, আর তাঁর বিএসএফ গরু পাচারে সাহায্য করছে। দিল্লি থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত চলছে। এর সঙ্গে বিজেপি নেতারা যুক্ত। তিনি আরও বলেন,  এই অডিও ক্লিপেই স্পষ্ট, বিধায়কের ছেলে প্রত্যেকদিন চার লক্ষ টাকা করে তুলছে৷খোদ স্বরাষ্ট্র মন্ত্রক জড়িয়ে আছে৷ আর এখানে এসে ৩৫ আসন টার্গেট করছে। এই ঘটনার প্রকৃত তদন্ত হোক। বিধায়ক ও তার ছেলেকে গ্রেফতার করা হোক।

সমীর চক্রবর্তী আরও বলেন, আমরা ইডি, সিবিআকে চিঠি দেব না। ওরা তদন্ত করে এটা বার করুক। আমরা বিজেপির এই একপেশে রাজনীতি প্রকাশ্যে নিয়ে এলাম। একদিকে বলছেন গো-মাতা, আর অন্যদিকে গোরু পাচার করছেন।এমনকী, এজেন্সির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...