Sunday, May 4, 2025

‘‘সমালোচনা, ষড়যন্ত্র থাকবে। এসব উপেক্ষা করতে হবে। অন্যায় না করলে, ভয় কী?’’ বিধায়ক তাপস সাহার উদ্দেশে ঈদের দুপুরে এমনই বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শনিবার সকালেই তেহট্টের বিধায়ক তাপস সাহা (Tapas Saha) বলেন, ‘আমার বিরুদ্ধে দলেরই একটা অংশ ষড়যন্ত্র করছে। তবে আমার মাথায় দিদির হাত আছে!’ আর এই মন্তব্যের পর কিছু সময় কাটতে না কাটতেই এবার পালটা মন্তব্য করলেন ফিরহাদ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবারই তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সাফ জানিয়েছিলেন, তদন্ত হলে তার মুখোমুখি হতেই হবে। তৃণমূল কোনও দুর্নীতিগ্রস্থকে বুক দিয়ে আগলে রাখবে না। এদিন তাপস কার্যত অভিমানের সুরেই বলেন, দলের কেউ তাঁর খোঁজ রাখছে না। দলের মধ্যে তাপসের অভিযোগের তীর মূলত জেলা পরিষদের সদস্য টিনা সাহার বিরুদ্ধে।

তবে বিভিন্ন দফতরে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে। তার ভিত্তিতেই আদালতে দায়ের হয়েছে মামলা। আর সেই মামলার পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Mantha) এই দুর্নীতি কাণ্ডে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছেন। কলকাতা হাই কোর্টের বিচারপতির নির্দেশ পেয়ে শুক্রবার বিকেলে আচমকা তাপসের তেহট্টের বাড়িতে হাজির হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের উচ্চপদস্থ কর্তারা। বিকেল থেকে রাতভর দফায় দফায় তল্লাশি-অভিযান শেষে শনিবার ভোর ছটা দশ নাগাদ তাপসের বাড়ি ছেড়ে চলে যান তদন্তকারীরা। তারপরই নিজের ক্ষোভ উগরে দেন তাপস।

 

 

Related articles

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...
Exit mobile version