Tuesday, August 26, 2025

মোদি পদবী নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে বৃহস্পতিবার সুরাটের দায়রা আদালত সাজা বহাল রাখে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর(Rahul Gandhi)। এরপর লোকসভার হাউজিং কমিটির নির্দেশ মতো শনিবার সরকারি বাংলো ছাড়লেন রাহুল গান্ধী। লুটিয়েন্স দিল্লির ১২ নম্বর তুঘলক লেনের এই সরকারি বাংলোই ছিল রাহুল গান্ধীর ঠিকানা। জানা যাচ্ছে, আপাতত মা সোনিয়া গান্ধীর(Sonia Gandhi) জন্য বরাদ্দ ১০ জনপথের সরকারি বাংলোই হতে চলেছে রাহুলের ঠিকানা।

শনিবার সকালে রাহুলের বাংলোয় গিয়েছিলেন তাঁর বোন প্রিয়াঙ্কা। দুপুরে তিনি আবার যান ১২ তুঘলক রোডে। গত কয়েকদিন ধরেই এই বাংলো থেকে রাহুলের আসবাবপত্র সরানোর কাজ চলছিল। শনিবার সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়া হয় ১০ জনপথের সরকারি বাংলোয়। উত্তরপ্রদেশের রায়বরেলীর সাংসদ হিসাবে ওই বাংলোটি বরাদ্দ প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়ার জন্য। প্রসঙ্গত, ২০০৪ সালে অমেঠী লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতে প্রথম সাংসদ হয়েছিলেন রাহুল। সে সময় ১২ তুঘলক রোডের এই বাংলো রাহুলের জন্য বরাদ্দ করেছিল লোকসভার হাউজিং কমিটি। শনিবার তা ছেড়ে দিলেন ওয়েনাড়ের সদ্য প্রাক্তন সাংসদ। তবে রাহুল বাংলো ছাড়লেও রাজ্যসভার মেয়াদ দুবছর আগে ফুরিয়ে যাওয়া মোদি ঘনিষ্ঠ গুলাম নবি আজাদ আজও রয়ে গিয়েছেন হাউজিং কমিটির বরাদ্দ করা সরকারি বাংলোতেই।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারের সময় কর্নাটকের কোলারে মোদি পদবি নিয়ে মন্তব্য করার জেরে রাহুলকে ২ বছরের সাজা শোনায় সুরাট আদালত। তার জেরে ২৪ মার্চ লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮(৩) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করেন। এরপর রাহুলকে বাংলো ছাড়ার নোটিশ দেয় লোকসভার হাউজিং কমিটি সেইমতো এদিন বাংলো ছাড়লেন রাহুল।

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version