Saturday, December 27, 2025

“গিরিরাজ ফরওয়ার্ডিং টু গিরিরাজ”, কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রীর চিঠিকে টুইট খোঁ.চা অভিষেকের

Date:

Share post:

বাংলা একমাত্র রাজ্য যেখানে ১০০ দিনের কাজ ও আবাস যোজনা (Awas Yojna) খাতে বাংলায় ন্যায্য বকেয়া পাওনা আটকে রেখেছে কেন্দ্রের সরকার (Central Government)। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকেই গরিব প্রান্তিক মানুষের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্রের বিজেপি সরকার (BJP Govt)। বাংলার ও বাংলার মানুষের ন্যায্য পাওনার দাবিতে সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের (Giriraj Singh) সঙ্গে দেখা করতে গিয়েছিল তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। যার নেতৃত্ব দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

সেদিন কার্যত পালিয়ে গিয়েছিলেন গিরিরাজ। কেন্দ্রের মন্ত্রীর দেখা না পেয়ে তাঁর উদ্দেশে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় একটি চিঠিও দিয়েছিলেন। যার উত্তরে গিরিরাজ এখন লিখেছেন, ”আপনাদের বিষয়টা সংশ্লিষ্ট দফতরকে পাঠিয়ে দিয়েছি। এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।”

গিরিরাজের চিঠির বয়ান নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল (TMC)। বাংলার শাসক দলের বক্তব্য, আপনি নিজেই যদি সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী হন, তা হলে চিঠিটা কেন ফরওয়ার্ড করলেন? এ প্রসঙ্গে টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “এ তো মহাকাব্যিক ব্যাপার! নতুন ভারত বটে! গিরিরাজ সিং ফরওয়ার্ডিং টু গিরিরাজ সিং!”

তৃণমূল বোঝাতে চেয়েছে যে ইচ্ছাকৃত ভাবে কেন্দ্র তথা গ্রামোন্নয়ন মন্ত্রক দেরি করছে টাকা দিতে। তাই দিল্লিতে থেকেও গিরিরাজ তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দলের মুখোমুখি হননি। তাঁর আপ্ত সহায়ক মিথ্যা বলেছিলেন সেদিন। তিনি বলেছিলেন, গিরিরাজ দিল্লিতে নেই তিনি পাটনায় গিয়েছেন। এর আগে বাংলার পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তাঁর সঙ্গে দেখা করতে চাইলে দু’মাস ধরে ঘোরানো হয়েছে বলে অভিযোগ। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এমন ঘটনা সত্যিই নজিরবিহীন। গিরিরাজ চিঠির যে জবাব দিয়েছেন, তাকেও টালবাহানা হিসাবেই দেখছে তৃণমূল।

 

 

 

spot_img

Related articles

৩৫-এ হৃদরোগ! চলে গেলেন মোহনবাগানের সুখেন

মাত্র ৩৫ বছরেই প্রয়াত হলেন মোহানবাগানের প্রাক্তন ডিফেন্ডার সুখেন দে। কলকাতা ফুটবলের পরিচিত মুখ সুখেন শুক্রবারও তাঁর কর্মক্ষেত্রে...

‘এরা বিজেপি নয়’! চিকেন প্যাটিস-কাণ্ডে শুভেন্দুর বরণ করা হামলাকারীদের তোপ অভিজিতের

ময়দানে চিকেন প্যাটিস বিতর্ক বঙ্গ বিজেপিকে এক ধাপ পিছিয়ে দিয়েছে। তবে সেই চিকেন প্যাটিস বিতর্ক নতুন করে যে...

খালেদা-পুত্র তারেকের হাতেই কি বাংলাদেশের ভবিষ্যতের চাবি? কোন পথে সমর্থন

কী হবে বাংলাদেশের (Bangladesh) ভবিষ্যৎ? খালেদা-পুত্র তারেক রহমানই (Tarek Rahman) কি আগামী প্রধানমন্ত্রী? এখন এই জল্পনাই এশিয়ার রাজনৈতিক...

সেনাবাহিনীকে জল-লস্যি খাইয়ে জাতীয় পুরস্কার! ভাবতেই পারেনি শ্রবণ

চারিদিকে যখন তখন পাকিস্তানের ড্রোন, মিসাইলের ভয়। আর সবাই যখন ভয়ে ঘরের দরজা বন্ধ করেছিলেন, তখন ছোট্ট শ্রবণ...