Thursday, November 6, 2025

“গিরিরাজ ফরওয়ার্ডিং টু গিরিরাজ”, কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রীর চিঠিকে টুইট খোঁ.চা অভিষেকের

Date:

Share post:

বাংলা একমাত্র রাজ্য যেখানে ১০০ দিনের কাজ ও আবাস যোজনা (Awas Yojna) খাতে বাংলায় ন্যায্য বকেয়া পাওনা আটকে রেখেছে কেন্দ্রের সরকার (Central Government)। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকেই গরিব প্রান্তিক মানুষের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্রের বিজেপি সরকার (BJP Govt)। বাংলার ও বাংলার মানুষের ন্যায্য পাওনার দাবিতে সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের (Giriraj Singh) সঙ্গে দেখা করতে গিয়েছিল তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। যার নেতৃত্ব দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

সেদিন কার্যত পালিয়ে গিয়েছিলেন গিরিরাজ। কেন্দ্রের মন্ত্রীর দেখা না পেয়ে তাঁর উদ্দেশে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় একটি চিঠিও দিয়েছিলেন। যার উত্তরে গিরিরাজ এখন লিখেছেন, ”আপনাদের বিষয়টা সংশ্লিষ্ট দফতরকে পাঠিয়ে দিয়েছি। এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।”

গিরিরাজের চিঠির বয়ান নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল (TMC)। বাংলার শাসক দলের বক্তব্য, আপনি নিজেই যদি সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী হন, তা হলে চিঠিটা কেন ফরওয়ার্ড করলেন? এ প্রসঙ্গে টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “এ তো মহাকাব্যিক ব্যাপার! নতুন ভারত বটে! গিরিরাজ সিং ফরওয়ার্ডিং টু গিরিরাজ সিং!”

তৃণমূল বোঝাতে চেয়েছে যে ইচ্ছাকৃত ভাবে কেন্দ্র তথা গ্রামোন্নয়ন মন্ত্রক দেরি করছে টাকা দিতে। তাই দিল্লিতে থেকেও গিরিরাজ তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দলের মুখোমুখি হননি। তাঁর আপ্ত সহায়ক মিথ্যা বলেছিলেন সেদিন। তিনি বলেছিলেন, গিরিরাজ দিল্লিতে নেই তিনি পাটনায় গিয়েছেন। এর আগে বাংলার পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তাঁর সঙ্গে দেখা করতে চাইলে দু’মাস ধরে ঘোরানো হয়েছে বলে অভিযোগ। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এমন ঘটনা সত্যিই নজিরবিহীন। গিরিরাজ চিঠির যে জবাব দিয়েছেন, তাকেও টালবাহানা হিসাবেই দেখছে তৃণমূল।

 

 

 

spot_img

Related articles

চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই যুবভারতী হকি স্টেডিয়ামের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

বাংলার খেলার মুকুটে জুড়ল নয়া পালক। রাজ্য সরকারের তহবিলে তৈরি যুবভারতী হকি স্টেডিয়ামের(VYBK Hockey Stadium) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী...

বঙ্গবিভূষণ আরতি-শত্রুঘ্ন: মঞ্চে আবেগাপ্লুত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী, মমতার ভূয়সী প্রশংসা অভিনেতা-সাংসদের

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধনের মঞ্চে বাংলার সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ দেওয়া হল বিখ্যাত সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়...

ম্যাচ আয়োজনে চূড়ান্ত ব্যর্থতা, বোর্ডের কড়া চিঠি সিএবিকে

মাত্র কয়েক মাস আগেই ক্ষমতায় এসেছে সিএবির(CAB) নতুন কমিটি। সভাপতির নাম স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু ম্যাচ আয়োজন করতে...

টি২০ বিশ্বকাপের জন্য মাঠ বেছে ফেলল বিসিসিআই, ফাইনাল পাবে ইডেন?

মহিলাদের একদিনের বিশ্বকাপ শেষ হতেই ভাবনা শুরু টি২০ বিশ্বকাপ নিয়ে। বছর ঘুরলেই টি২০ বিশ্বকাপ(T20 World Cup 2026 )যৌথভাবে...