Wednesday, November 5, 2025

দেশজুড়ে লাফিয়ে বাড়ছে কোভিড। ক্রমশই ভয়াবহ আকার ধারণ করছে কোভিড।এবার সুপ্রিম কোর্টেও হানা দিল মারণ ভাইরাস।সংক্রমিত একসঙ্গে চার বিচারপতি। এর জেরে বহু মামলা পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন:কংগ্রেসের শ্রীনিবাস বিভির বিরুদ্ধে এফআইআর, গ্রেফতার করতে কর্ণাটক গেল আসাম পুলিশ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১১২ জন। রবিবার দেশে মোট সংক্রমিতের সংখ্যা ৬৭ হাজার ৮০৬। সুপ্রিম কোর্ট সূত্রের খবর, আক্রান্ত বিচারপতিদের মধ্যে রয়েছেন বিচারপতি অনিরুদ্ধ বোস, বিচারপতি জেবি পারদিওয়ালা বিচারপতি রবীন্দ্র এস ভাট, এবং মনোজ মিশ্র। গত সপ্তাহেই কোভিড সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন বিচারপতি সূর্য কান্ত। করোনা আক্রান্তদের মধ্যে বিচারপতি রবীন্দ্র ভাট সমলিঙ্গ বিবাহ মামলার সাংবিধানিক বেঞ্চের অংশ ছিলেন। গত বৃহস্পতিবার পর্যন্ত এই সমলিঙ্গ মামলার শুনানি হয়েছে। তাতে বিচারপতি ভাট অন্য বিচারপতিদের সঙ্গে একসঙ্গেই বসে ছিলেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নির্দেশ দিয়েছিলেন আইনজীবীরা চাইলে ভার্চুয়াল শুনানি করতে পারেন। তবে তখন পর্যন্ত কোনও বিচারপতি করোনায় আক্রান্ত হননি। এবার একসঙ্গে চার বিচারপতি কোভিডে আক্রান্ত হওয়ায় শীর্ষ আদালতের মামলার শুনানির পাশাপাশি বিচারপতিদের মধ্যেও কোভিড সংক্রমণের চিন্তা বাড়ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, সংক্রমণের নিরিখে দেশে সবার উপরে রয়েছে দিল্লি। শনিবার সেখানে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫১৫ জন। দিল্লিতে সংক্রমণের হার ২৬.৪৬ শতাংশ। কোভিডে রাজধানীতে মৃত্যু হয়েছে ছ’জনের। মহারাষ্ট্রে শনিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫০ জন। কোভিডে সে রাজ্যে মৃত্যু হয়েছে চার জনের। মহারাষ্ট্রে এখন পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন ৮৬ লক্ষ ৬১ হাজার ৩৪৯ জন। কোভিডে সে রাজ্যে মারা গিয়েছেন ১ লক্ষ ৪৮ হাজার ৫০২ জন।

 

 

Related articles

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...
Exit mobile version