Tuesday, November 4, 2025

রবীন্দ্রসন্ধ্যার আয়োজন বিজেপির! নৃত্যে ঋতুপর্ণা, পোস্টার পড়তেই তুমুল আলোচনা

Date:

রাজনীতির মঞ্চে তাঁকে খুব একটা দেখা যায় না। তবে, শাসক-বিরোধী কোনও গোষ্ঠীর সঙ্গেই টলিউডের বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) শত্রুতা আছে বলে শোনা যায়নি। এরই মধ্যে BJP-র তরফে রবীন্দ্রসন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের পোস্টার ছাপানো হয়েছে। আর তাতেই দেখা যাচ্ছে ২৫ বৈশাখ সেই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন ঋতুপর্ণা। উপস্থিত থাকবেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। ৮ মে সন্ধেয় মুর্শিদাবাদে সভা করবেন তিনি। ৯ মে অর্থাৎ ২৫ বৈশাখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সন্ধেয় সায়ান্স সিটি অডিটোরিয়ামে ‘আমাদের রবীন্দ্রনাথ’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজক বিজেপি সমর্থিত সংগঠন ‘খোলা হাওয়া’। সংগঠনটি বিজেপির রাজ্য়সভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তর তৈরি। অনুষ্ঠানে ঋতুপর্ণা ছাড়াও থাকবেন তনুশ্রী শংকর, সোমলতা আচার্য। শাহের পাশাপাশি থাকবেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তিনিই মূল বক্তা। এর আগেও বিজেপি অনুষ্ঠানে নৃত্য পরিবেশেন করেছেন ডোনা গঙ্গোপাধ্যায়। তবে, এইসবের প্রভাবে বঙ্গ বিজেপির ভাবমূর্তির উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন না কেউই। উল্টে ২০২১-র পরে বিজেপি ছাড়ার ধুম পড়ে গিয়েছিল গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে যাওয়া নেতা-নেত্রীদের মধ্যে।

‘সোনার বাংলা’-র বদলে যারা বলে ‘সুনার বাংলা’, পশ্চিমবঙ্গকে বলে ‘পশ্চিমবঙগাল’, সেই বিজেপি হঠাৎ রবীন্দ্রভক্ত হয়ে ওঠার কারণ কী! রাজনৈতিক মহলের মতে, সামনে পঞ্চায়েত ভোট। বিধানসভা ভোটে ভরাডুবির পর গেরুয়া শিবির বুঝেছে, এই বঙ্গে বাংলা সংস্কৃতির ভিত কতটা মজবুত। এবার তাই গোবলয়ের ধুলো ঝেড়ে বাংলার কাছের মানুষ হয়ে ওঠার চেষ্টা করছে শাহ অ্যান্ড কোং। তাহলে, বাংলার উন্নয়নে বকেয়া টাকা আটকে কেন? সেই প্রশ্নের জবাব নেই পদ্মশিবিরের কাছে।

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version