Saturday, August 23, 2025

দেশজুড়ে লাফিয়ে বাড়ছে কোভিড। ক্রমশই ভয়াবহ আকার ধারণ করছে কোভিড।এবার সুপ্রিম কোর্টেও হানা দিল মারণ ভাইরাস।সংক্রমিত একসঙ্গে চার বিচারপতি। এর জেরে বহু মামলা পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন:কংগ্রেসের শ্রীনিবাস বিভির বিরুদ্ধে এফআইআর, গ্রেফতার করতে কর্ণাটক গেল আসাম পুলিশ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১১২ জন। রবিবার দেশে মোট সংক্রমিতের সংখ্যা ৬৭ হাজার ৮০৬। সুপ্রিম কোর্ট সূত্রের খবর, আক্রান্ত বিচারপতিদের মধ্যে রয়েছেন বিচারপতি অনিরুদ্ধ বোস, বিচারপতি জেবি পারদিওয়ালা বিচারপতি রবীন্দ্র এস ভাট, এবং মনোজ মিশ্র। গত সপ্তাহেই কোভিড সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন বিচারপতি সূর্য কান্ত। করোনা আক্রান্তদের মধ্যে বিচারপতি রবীন্দ্র ভাট সমলিঙ্গ বিবাহ মামলার সাংবিধানিক বেঞ্চের অংশ ছিলেন। গত বৃহস্পতিবার পর্যন্ত এই সমলিঙ্গ মামলার শুনানি হয়েছে। তাতে বিচারপতি ভাট অন্য বিচারপতিদের সঙ্গে একসঙ্গেই বসে ছিলেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নির্দেশ দিয়েছিলেন আইনজীবীরা চাইলে ভার্চুয়াল শুনানি করতে পারেন। তবে তখন পর্যন্ত কোনও বিচারপতি করোনায় আক্রান্ত হননি। এবার একসঙ্গে চার বিচারপতি কোভিডে আক্রান্ত হওয়ায় শীর্ষ আদালতের মামলার শুনানির পাশাপাশি বিচারপতিদের মধ্যেও কোভিড সংক্রমণের চিন্তা বাড়ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, সংক্রমণের নিরিখে দেশে সবার উপরে রয়েছে দিল্লি। শনিবার সেখানে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫১৫ জন। দিল্লিতে সংক্রমণের হার ২৬.৪৬ শতাংশ। কোভিডে রাজধানীতে মৃত্যু হয়েছে ছ’জনের। মহারাষ্ট্রে শনিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫০ জন। কোভিডে সে রাজ্যে মৃত্যু হয়েছে চার জনের। মহারাষ্ট্রে এখন পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন ৮৬ লক্ষ ৬১ হাজার ৩৪৯ জন। কোভিডে সে রাজ্যে মারা গিয়েছেন ১ লক্ষ ৪৮ হাজার ৫০২ জন।

 

 

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version