কংগ্রেসে ফের কেলেঙ্কারি, যুব সভাপতির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ অসমের যুব নেত্রীর। কংগ্রেস যুব শাখার জাতীয় সভাপতি শ্রীনিবাস বিভির বিরুদ্ধে গত ছয় মাস ধরে তাঁকে হেনস্থা করা এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করতে মহিলা হিসেবে তাঁর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করার অভিযোগ করেছেন অসমের যুব কংগ্রেস প্রধান ডা. অঙ্কিতা দত্ত। তিনি এফআইআরও দায়ের করেন।

তাঁর আরও দাবি, পুরো বিষয়টি তিনি দলের শীর্ষ নেতৃত্বে জানিয়েছেন। তিনি বলেছেন, “আমি ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে জম্মু গিয়েছিলাম। তখন ব্যক্তিগতভাবে রাহুল গান্ধীকে শ্রীনিবাস বিভির অপকর্মের কথা জানিয়েছিলাম। আমি আশা করেছিলাম আমার নেতৃত্ব মহিলাদের পাশে দাঁড়াবে। কিন্তু, হাইকমান্ডের নিষ্ক্রিয়তায় আমি হতবাক।”

এমনকি, তাঁকে প্রকাশ্যে মদ্যপ বলেও অপমান করেন শ্রীনিবাস বিভি, এমনই দাবি অঙ্কিতার।
এরপরই নড়েচড়ে বসে আসাম পুলিশ।
ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতি শ্রীনিবাস বিভিকে গ্রেফতার করতে আসাম পুলিশের একটি দল শনিবার কর্ণাটকের উদ্দেশ্যে রওনা হয়েছে। তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ দায়ের করেছিলেন আসাম ইউনিটের যুব কংগ্রেসের বরখাস্ত প্রধান অঙ্কিতা দত্ত। শ্রীনিবাস বিভির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৫০৯, ২৯৪, ৩৪১, ৩৫২, ৩৫৪, ৩৫৪এ এবং ৫০৬ এর সাথে তথ্য প্রযুক্তি আইনের ৬৭ ধারা সহ দিসপুর থানায় মামলা করা হয়েছে।
“আসাম পুলিশের চার সদস্যের একটি দল শ্রীনিবাসকে গ্রেফতারের জন্য কর্ণাটকে পাঠানো হয়েছে, বলে জানা গিয়েছে। আসামের ডিজিপি জিপি সিং উন্নয়নের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, তিনি আরও বিস্তারিত এখনই জানাতে চাননি।

এর আগে শুক্রবার, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছিলেন, রাজ্য কংগ্রেস যেভাবে এই বিষয়টিকে মোকাবিলা করেছে তা দুঃখজনক।

