গালোয়ান সংঘর্ষের পর প্রথমবার ভারত সফরে চিনের প্রতিরক্ষা মন্ত্রী

ভারত(India) সফরে আসতে চলেছেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী(China Defence minister)। চলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসতে চলেছেন তিনি। চিনের পাশাপাশি রাশিয়ার(Russia) প্রতিরক্ষা মন্ত্রীও আসতে চলেছেন ভারতে(India)। এই দুই রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)।

নয় মাসের জন্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সভাপতিত্ব করবে ভারত। আগামী ২৮ এপ্রিল এসসিও বা সাংহাই কর্পোরেশন অরগানাইজেশনের বৈঠক। যেখানে ভারত, রাশিয়া, চিনের পাশাপাশি ভার্চুয়ালি যোগ দিতে পারেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোওয়াজা আসিফের। এদিকে চিনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল লি শংফু এবং রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সইগু ২৭ তারিখ ভারতে আসছেন। ২৮ তারিখ বৈঠকে যোগ দেওয়ার কথা তাঁদের। উল্লেখ্য, ইতিপূর্বে মার্চের প্রথম দিকে জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে ঘুরে গিয়েছেন চিনের বিদেশমন্ত্রী।

সাম্প্রতিক পরিস্থিতিতে রুশ ও চিনা বিদেশমন্ত্রীর ভারত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, একদিকে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মধ্যে ভারত-রাশিয়ার সম্পর্ক মজবুত হয়েছে। তবে নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়েছে চিন-রাশিয়া-ইরানের সখ্যতা। কারণ, সীমান্ত নিয়ে ভারত-চিনের মধ্যে টানাপোড়েন ক্রমশ বাড়ছে। গালওয়ানে সংঘর্ষের পাশাপাশি ভারতের জমিতে অনধিকার প্রবেশের অভিযোগ উঠেছে চিনের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে চিনের প্রতিরক্ষা মন্ত্রীর ভারতে আসা নিসন্দেহে তাৎপর্যপূর্ণ।

Previous articleNew President Oath: বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে সোমবার শপথ নেবেন সাহাবুদ্দিন
Next articleকমছে দানের পরিমাণ! বিশ্বের সবচেয়ে ধনী মন্দিরের প্রণামীর হারে ‘রেকর্ড’ পতন