পিকআপ ভ্যানের কন্টেনারের সজোরে ধাক্কায় মৃত্যু হল পিকআপ ভ্যান চালকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই গাড়ির খালাসি। রবিবার কাকভোরে ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
আরও পড়ুন:রাজ্যে চোখরাঙাচ্ছে কো.ভিড! পাল্লা দিয়ে বাড়ছে মৃ.ত্যুও
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার ভোর ৪টে নাগাদ ধুবুলিয়া থানার অন্তর্গত টিভি গেট সংলগ্ন অঞ্চলে জাতীয় সড়কে একটি পিকআপ ভ্যান বেথুয়া থেকে কৃষ্ণনগরগামী একটি কন্টেনারের পিছনে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত হন পিকআপ ভ্যানের চালক এবং খালাসি। স্থানীয়রা তাঁদের দুজনকে উদ্ধার করে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করেন। খালাসি অবস্থা আশঙ্কাজনক।
পরে গাড়ির খালাসির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুজনেরই পরিচয় জানার চেষ্টা চলছে।
