Wednesday, May 7, 2025

অমর্ত্য সেনকে ফের নোটিশ, বিশ্বভারতীর নি.ন্দায় সরব বিদ্বজনেরা! 

Date:

নোবেল জয়ী অর্থনীতিবিদের (Nobel laureate economist) সঙ্গে যে আচরণ করছে বিশ্বভারতী (Visva Bharati), তার নিন্দায় এবার সরব হলেন বিদ্বজনেরা। বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty) স্পষ্ট করে জানিয়েছেন নোটিশের নির্ধারিত মেয়াদের মধ্যে অমর্ত্য সেন (Amartya Sen) জমি ফেরত না দিলে পরবর্তীতে বলপূর্বক সেই জমি নাকি ফেরত নিয়ে নেওয়া হবে। এরপরই সরব হয়েছেন পবিত্র সরকার (Pabitra Sarkar) থেকে শুরু করে বাদশা মৈত্র (Badshah Moitra), সব্যসাচী চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মতো ব্যক্তিত্বরা। এই বিষয়ে স্বয়ং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তুলেছেন তাঁরা। জমি-প্রশ্নের মীমাংসা নয়, জল ঘোলা করা এবং সেই ঘোলা জলে অধ্যাপক সেনের সম্মানহানি ঘটানোই যে বিশ্বভারতীর বর্তমান উপাচার্যের প্রকৃত লক্ষ্য সেটাই সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন। এবার বিশ্বভারতীর আচরণে প্রশ্ন তুললেন বাংলার বিদ্বজনেরাও।

প্রবীণ নোবেলজয়ী অধ্যাপকের কাছে বারবার ‘উকিলের চিঠি’ যাচ্ছে, জমি ফেরত না দিলে ‘বিড়ম্বনা হতে পারে’ বলে জানানো হচ্ছে। এখানেই শেষ নয় অশোভন আচরণ সব সীমা পরিসীমা ছাড়িয়ে গেছে। প্রাতিষ্ঠানিক সভায় উপাচার্য ক্রমাগত হাস্যকর ও উদ্ভট অভিযোগ তুলছেন। অথচ বিশ্ব ভারতের মতো বিশ্ববিদ্যালয়েএমন ঘটনা ঘটছে জেনেও কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) নীরব রয়েছেন এবার সেই প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশ ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে, অমর্ত্য সেনকে বিব্রত করলে হয়তো বিশ্বভারতীর বর্তমান উপাচার্যের উন্নততর কেরিয়ার তৈরি করতে সুবিধা হবে। দিল্লীশ্বরদের প্রিয়পাত্র হওয়ার জন্য কঠোর ও দ্বিধাহীন সমালোচনায় অত্যন্ত নির্লজ্জভাবে প্রবীণ অধ্যাপককে যেভাবে হেনস্থা করছেন বিশ্বভারতীর উপাচার্য, তা যথেষ্ট নিন্দনীয় ঘটনা বলেই মত বাংলার বিশিষ্টদের।

 

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version