Thursday, August 21, 2025

সেনা ট্রাকে হা.মলা চালিয়েছে পাক জ.ঙ্গিরাই! তল্লাশি অভিযানে আ.টক আরও ৪   

Date:

গত ২০ এপ্রিল, বৃহস্পতিবারই জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পুঞ্চে (Poonch) জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে পাঁচ জওয়ানের। গুলি ছুঁড়ে হত্যার পর গ্রেনেড বিস্ফোরণে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল সেনার একটি ট্রাকে। ঘটনার পরই জঙ্গল লাগোয়া এলাকায় অভিযান শুরু করে সেনা। আগেই সন্দেহভাজন ১২ জনকে আটক করা হয়েছিল। এবার নতুন করে দেগওয়ার গ্রামের দুই জোড়া যুগলকে আটক করল সেনা। তারা নিজেদের বাড়িতে জঙ্গিদের আশ্রয় দিয়েছিল বলে অভিযোগ। এছাড়াও গভীর জঙ্গলে ইতিমধ্যে জারি রয়েছে তল্লাশি অভিযান। তবে পুলিশ নিশ্চিত, শহিদ জওয়ানদের অস্ত্র নিয়ে চম্পট দিয়েছে আততায়ীরা।

জানা গিয়েছে, গত ২০ এপ্রিল বৃহস্পতিবার সেনার তরফে ট্রাকে করে ইফতারের (Iftar) জন্য ফল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল। ওইদিন সন্ধ্যায় পুঞ্চের সাঙ্গিয়োটে নামের একটি গ্রামে ইফতার পার্টি আয়োজনের কথা ছিল। কিন্তু তার আগেই সেনার ট্রাকে হামলা চালায় জঙ্গিরা। পাশাপাশি আড়াল থেকে গুলি করে সেনাকর্মীদের হত্যার পর গ্রেনেড ছোড়া হয়েছিল ট্রাকে। এর ফলেই ভস্মীভূত হয়ে যায় ট্রাকটি। ঘটনায় শহিদ হন পাঁচ জওয়ান। এদিকে ঘটনার পরেই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়। প্রাথমিক ভাবে আটক করা হয় ১২ জনকে। আর এদিন নতুন করে আরও চারজনকে আটক করল সেনা। এরা স্থানীয় বাসিন্দা যুগল। অভিযোগ, তাঁদের বাড়িতে আশ্রয় নিয়েই গোটা অপরেশন চালায় জঙ্গিরা।

এছাড়াও গভীর জঙ্গলে তল্লাশি অভিযান চালিয়ে মেলেনি শহিদ জওয়ানদের অস্ত্র। সেনাকর্তাদের ধারণা হামলার পর সেনার অস্ত্র নিয়ে চম্পট দেয় জঙ্গিরা। তবে জম্মুর অতিরিক্ত ডিজিপি মুকেশ সিং (DGP Mukesh Singh) জানান, জঙ্গিদের চিহ্নিত করতে সেনা, প্যারা মিলিটারি এবং পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত যা তথ্যপ্রমাণ মিলেছে, তাতে স্পষ্ট এই ঘটনার সঙ্গে স্থানীয়রা কোনওভাবেই যুক্ত নয়।

 

 

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...
Exit mobile version