Saturday, May 3, 2025

দিল্লি ও মুম্বইয়ে অ্যাপেল স্টোর উদ্বোধন! ভারতের সাফল্যের প্রশংসায় ‘পঞ্চমুখ’ পাক নাগরিকরাও

Date:

পাকিস্তানের (Pakistan) হাস্যকর পরিস্থিতির সঙ্গে ভারতের (India) কোনও তুলনাই চলে না। যেখানে বিদেশি সংস্থাগুলি ভারতে বিনিয়োগে উদ্যোগী, সেখানে পাকিস্তানে এর ছিটেফোঁটাও নেই। এবার পাকিস্তান সরকারকে একহাত নিয়ে নেটদুনিয়ায় ভারতের তারিফ করতে দেখা গেল পাক নাগরিকদের। উল্লেখ্য, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সফলভাবে এগিয়ে চলেছে ভারত। নামী বিদেশি সংস্থাগুলি ভারতে নিজেদের ব্যবসা বিস্তার করতে আগ্রহ দেখিয়েছে। যার সাম্প্রতিকতম নিদর্শন হল সম্প্রতি দিল্লি (Delhi) ও মুম্বইয়ে (Mumbai) উদ্বোধন হয়েছে অ্যাপেল স্টোরের (Apple Stores)।

আর ভারতের এমন সাফল্যের প্রশংসায় এবার পঞ্চমুখ পাক নাগরিকরাও। সময় যত যাচ্ছে ততই জরাজীর্ণ হয়ে পড়ছে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা। জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। যা নিয়ে রীতিমতো চিন্তায় প্রশাসন। তা সত্ত্বেও বিভিন্ন ইস্যুতে ভারতকে কটাক্ষ করতে কোনও সুযোগ ছাড়ে না পাক সরকার। কিন্তু এবার পাক নাগরিকদের গলায় শোনা গেল অন্য প্রতিক্রিয়া। বিদেশি বিনিয়োগের (Foreign Investment) ক্ষেত্রে সফল ভাবে এগিয়ে চলেছে ভারত। নামী বিদেশি সংস্থাগুলি ভারতে নিজেদের ব্যবসা বিস্তার করতে আগ্রহ দেখাচ্ছে। তবে পাক নাগরিকরা সাফ জানাচ্ছেন, পাকিস্তানের এমন হাস্যকর পরিস্থিতির সঙ্গে ভারতের কোনও তুলনা চলে না। যেখানে বিদেশি সংস্থাগুলি ভারতে বিনিয়োগে উদ্যোগী, সেখানে পাকিস্তানে বিনিয়োগের ছিটেফোঁটাটুকুও নেই।

দেশের বিরুদ্ধে টুইটারে ক্ষোভ উগরে এক পাক নাগরিক লেখেন, পাকিস্তানের সঙ্গে যে ভারতের তুলনা চলে না, তা আরও একবার প্রমাণিত হল। যখন ভারতে অ্যাপেল স্টোরের সামনে লম্বা লাইন চোখে পড়ছে, তখন পাকিস্তানে বিনামূল্যে রেশন (Free Ration)0 পাওয়ার ভিড়। আরেক পাক নেটিজেনের দাবি, ভারতে অ্যাপেল স্টোর খুলে গেল। আর পাকিস্তানে ধর্মের নিন্দা করার জন্য চিনা নাগরিককে গ্রেফতার করা হচ্ছে। এমন পরিবেশে এদেশে বিদেশি বিনিয়োগ কখনওই সম্ভব নয়। উল্লেখ্য, গত ১৮ এবং ২০ এপ্রিল মুম্বই দিল্লিতে অ্যাপেলের অফলাইন স্টোর খুলেছে। যার উদ্বোধনে হাজির ছিলেন সংস্থার সিইও টিম কুক (Tim Cook)। তিনি ভারতে এসে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গেও।

 

 

 

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version